পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন ঢুকতে না পারে, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ট্রাভেল পারমিট (ভ্রমণের অনুমতিপত্র) ইস্যু না করার সুপারিশে আপত্তি তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাভেল পারমিট ইস্যুতে দীর্ঘসূত্রী সমস্যার সম্মুখীন হয়ে বাংলাদেশি প্রবাসীরা বিপাকে পড়বেন বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই আপত্তির বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিতও করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
সূত্র জানায়, বহির্বিশ্ব থেকে অবাধে যেন জঙ্গি বা সন্ত্রাসীগোষ্ঠীর কোনো সদস্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি পদেক্ষপ নিয়েছে। এরমধ্যে অন্যতম হলো তাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) অনুমতি ছাড়া ট্রাভেল পারমিট ইস্যু না করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে সম্প্রতি একটি চিঠি দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে বিদেশে বাংলাদেশের সব দূতাবাসকে অবহিত করতেও অনুরোধ করেছে তারা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সুপারিশে আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ট্রাভেল পারমিট ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের অবহিত করা হয়েছে। ট্রাভেল পারমিট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তাদের জানানোও হয়েছে। ট্রাভেল পারমিট দীর্ঘসূত্রী হলে প্রবাসীরা ভোগান্তিতে পড়বেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র জানায়, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, নষ্ট হলে বা অন্য কোনো কারণে না থাকলে সেই নাগরিকের নাগরিকত্ব যাচাই-বাছাই করে বাংলাদেশ দূতাবাস দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে। দীর্ঘদিন ধরেই ট্রাভেল পারমিট এভাবেই ইস্যু করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের দূতাবাসও নিজ নিজ দেশের নাগরিকদের জন্য এভাবে ট্রাভেল পারমিট ইস্যু করে থাকে। বাংলাদেশ দূতাবাসও প্রবাসী নাগরিকদের ট্রাভেল পারমিট ইস্যু করে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হলে দীর্ঘসূত্রী অবস্থা তৈরি হবে। সে কারণে প্রবাসীরা ভোগান্তিতে পড়বেন।
সূত্র মতে, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেয় দালালরা। আবার অনেকেরই পাসপোর্ট হারিয়ে যায়। এছাড়া বিদেশে অবৈধভাবে প্রবেশের কারণে কেউ কেউ জেল খেটে দেশে ফিরতে চান। এভাবে অনেক নাগরিকেরই পাসপোর্ট থাকে না। সে কারণে তাদের দেশে ফিরতে ট্রাভেল পারমিট ইস্যু করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে এক বা দুই দিনের মধ্যেও ট্রাভেল পারমিট দেওয়া হয়। সেটা নিয়েই প্রবাসীরা দেশে ফিরতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।