পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের প্রশাসনযন্ত্রে লাগামহীন দুর্নীতির চিত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার চিত্র তুলে ধরে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ এখন কমিশন খাওয়ার দেশ। পাথরকে ভালোভাবে প্রক্রিয়াজাত করলে আমরা বিদেশে রফতানি করতে পারতাম। কিন্তু আমরা তো সে দেশ নই। এখন তো কমিশন খাওয়ার সরকার। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ অ্যান্ড সোলিডারিটি কমিটি আয়োজিত উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইল সুংয়ের স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন।
মেনন বলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দাও; তখনো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ট্রাম্পের কথায় যুদ্ধ হলে, আমাদের অস্তিত্ব কি থাকত? বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে উত্তর কোরিয়ার পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, ডিপিআর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল এবং অর্থনীতিবিদ ড. অশোক গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।