পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি এবং সংসদ সদস্য মোরশেদ আলম ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পরিষদের ৩৪৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ১০ম ও ১১তম জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান এবং পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক, বীমা, আর্থিক সেবা, গণমাধ্যমের পাশাপাশি আবাসন ও নির্মাণ শিল্প, হোটেল অ্যান্ড রিসোর্টস, রপ্তানিমুখী শিল্পসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সাথে সম্পৃক্ত বিশিষ্ট এ উদ্যোক্তা। তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ছিলেন। মোরশেদ আলম আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে একজন নিবেদিত কর্মী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।