পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘আমিরাতে বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় প্রবাসীর ৫০ হাজার দিরহাম অনুদান’ শিরোনামে গত ২৬ মে ’১৯ দৈনিক ইনকিলাবে এবং এ নিয়ে আরো কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসছেন শিক্ষানুরাগী ধনাঢ্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। স্বদেশপ্রেম, প্রবাসে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশি ক্যারিকুলামে বাংলা ভাষা শিক্ষা প্রদানে আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠ গড়ে ওঠা এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত স্মারক হিসেবে বিদেশের মাটিতে দৃষ্টান্ত হয়ে থাকবে এমন প্রত্যাশায় প্রবাসীরা এগিয়ে আসছেন।
ইতোমধ্যে স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের সহায়তায় অনুদানের চেক প্রদান করেছেন আলহাজ্ব মোহাম্মদ আকতার হোসেন সিআইপি ১ লাখ দিরহাম ও মোহাম্মদ আশিক মিয়া সিআইপি ৫০ হাজার দিরহাম। গত সোমবার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এ চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, ৮ সদস্য বিশিষ্ট স্কুল উন্নয়ন কমিটির নেতৃবৃন্দের মধ্যে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মুছা, সাংগঠনিক সম্পাদক সুবোধ চৌধুরী, কার্যনির্বাহী সম্পাদক সি এম আবদুল্লাহ, দপ্তর সম্পাদক সাহাবউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নানসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
এছাড়াও অনুদানের ঘোষণা দিয়েছেন, শাহজাহান বাবলু সিআইপি ৬০ হাজার, আলহাজ্ব আবদুল হাকিম ৫০ হাজার ও আলহাজ্ব আবুল হোসেন ৫০ হাজার দিরহাম। এ পর্যন্ত ঘোষিত এবং চেক প্রদানসহ মোট অনুদানের পরিমাণ ৩ লাখ ১০ হাজার দিরহাম। যা বাংলাদেশি প্রায় ৭১ লাখ ৩০ হাজার টাকা। তাই প্রতিষ্ঠানটির নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের সহায়তায় এগিয়ে আসা শিক্ষানুরাগীদের অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ ও প্রবাসীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।