Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রসিকতায় দুঃখ প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

সম্ভাব্য নারী উত্তরসূরি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন দালাই লামা। গত মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিব্বতের আধ্যাত্মিক নেতা বলেছিলেন, ভবিষ্যতে কোনো নারী দালাই লামা হতে চাইলে তাকে ‘আকর্ষণীয়’ হতে হবে। এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলে গত মঙ্গলবার দুঃখ প্রকাশ করেন তিনি।
এই মন্তব্য নিয়ে মঙ্গলবার দালাই লামার দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। মন্তব্যের জন্য বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, রসিকতা করে ওই মন্তব্য করেছিলেন তিনি। তার মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

চলতি সপ্তাহে দালাই লামা ৮৪ বছরে পা দিয়েছেন। গত মাসে বিবিসিকে দেওয়া তার সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শরণার্থী সঙ্কট, তিব্বতে ফেরার ব্যাপারে স্বপ্নসহ নানা বিষয় উঠে আসে। এই সাক্ষাৎকারে একজন নারীর দালাই লামা হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তার করা একটি মন্তব্য সমালোচনার জন্ম দেয়।
সাক্ষাৎকারে বর্তমান দালাই লামা হাসতে হাসতে ইংরেজিতে বলেন, ‘যদি কোনো নারী দালাই লামা হয়ে আসেন, তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।’ দালাই লামার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই রসিকতা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় তিনি দুঃখিত। সূত্র : এএনআই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ