Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়া ছিলেন স্বাধীনতার তিন নম্বর পাঠক

চৌদ্দগ্রামে মাহবুবউল আলম হানিফ

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম থেকে | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা কোন গোল টেবিলের আলোচনার মাধ্যমে আসেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ত্রিশ লাখ মানুষ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে।

নতুন সংসদের বিএনপির একজন সংসদ সদস্য মিমাংসিত এই বিষয়টিকে নিয়ে আবারও ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি বিএনপির ওই এমপিদের বক্তব্যের তুমুল বিরোধীতা করে বলছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। যুদ্ধকালীন সময়ে জিয়াউর রহমান পাকিস্তানি জাহাজের একজন অস্ত্র খালাসি হিসেবে নিয়োজিত ছিলেন। সেখান থেকে তাকে জোর করে ধরে এনে কালুরঘাট বেতারকেন্দ্রে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন না। তিনি ছিলেন তিন নম্বর পাঠক।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশের রাজাকার আল বদরদের প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতার মহান যুদ্ধের সময় এগার হাজার রাজাকার আল বদর কারাগারে আটক ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সে দালাল আইনটি বাতিল করে দিয়ে রাজাকার আল বদরকে এদেশে প্রতিষ্ঠিত করেছেন।

প্রধান বক্তা হিসেবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, আ.লীগের ইতিহাস গৌরবের ইতিহাস। আ.লীগ কোন ক্যান্টেনমেন্ট থেকে জন্মগ্রহণ করেনি। বিএনপি ও জাতীয় পার্টি ক্যান্টেনম্যান্ট থেকে জন্মগ্রহণ করেছে। আ.লীগ এশিয়ার প্রাচীনতম একটি রাজনৈতিক দল। আ.লীগ করার কারণে আমার মত কৃষকের সন্তান এমপি-মন্ত্রী হতে পেরেছি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ ও প্রধান বক্তার বক্তব্যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি এসব কথা বলেন। উপজেলা আ.লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরোয়ার বাহার বাদশা, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা আ.লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সামছুল আলম মজুমদার, কামাল উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ