Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয়জনের লাশ উদ্ধার

শ্রীপুরে অটো স্পিনিং মিল অগ্নিকান্ড : তদন্ত কমিটি

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

গাজীপুরের শ্রীপুরে নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে আরও দুটি লাশ বের করে আনা হয়। এর আগে ভোর ৪টার দিকে তিনটি লাশের পোড়া কঙ্কাল বের করে আনা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বেলা পৌনে ১২টার দিকে কারখানার এসি প্ল্যান্ট থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার দক্ষিন ধনুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার (২৭), হাছেন আলীর ছেলে শাহজালাল (২৬) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ভান্নারা গ্রামের মৃত শামছুল হকের ছেলে সেলিম কবির (৪২), পাবনা জেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের মেরামত সরদারের ছেলে সুজন সরদার (৩০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভুবনপোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আবু রায়হান (৩৫)।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, পুড়ে যাওয়া লাশ গুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যকে ২৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

গত মঙ্গলবার দুপুরে লাগা আগুনে রাসেল নামে কারখানা এক নিরাপত্তা কর্মী মারা যান। আগুনের ঘটনায় চার শ্রমিক নিখোঁজ ছিল। বুধবার ভোর রাতে কারখানার ভেতর থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়। এরপর বেলা পৌনে ১২টার দিকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ