পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেনিয়া এয়ারওয়েজ-এর বিমান থেকে লন্ডনের মাটিতে ছিটকে পড়ে মারা গেলেন এক ব্যক্তি। নিহত ব্যক্তি অবৈধ উপায়ে ব্রিটেনে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে মনে করছে পুলিশ। সোমবার কেনিয়া এয়ারওয়েজ-এর একটি বিমান হিথরো বিমানবন্দরে নামার কিছু আগে ল্যান্ডিং গিয়ার থেকে পড়ে মারা গেলেন এক ব্যক্তি। জানা গেছে, মাটি থেকে ৩ হাজার ৫শ’ ফুট উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি পড়ে যান। লন্ডনের ক্ল্যাপহ্যাম এলাকার অফার্টন রোডের এক বাড়ির বাগানে আছড়ে পড়ে তার দেহ।
এক প্রতিবেশী জানিয়েছেন, ‘সকালে ধুপ করে কিঠু পড়ার শব্দ পেয়ে দোতলায় উঠে জানলা খুলে দেখি, পাশের বাড়ির বাগানে এক অপরিচিত যুবক ঘুমোচ্ছে। প্রথমে ভেবেছিলাম, কোনও ভবঘুরে বাড়ির বাগানে ঢুকে পড়েছে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, পোশাকও ঠিকঠাক ছিল। কিন্তু ভালো করে নজর করে বাগানের পাঁচিলে রক্তের দাগ দেখতে পাই। তখনই বুঝতে পারি, মানুষটি কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেছে।’
আকাশ থেকে যে বাড়ির বাগানে খসে পড়ে দেহটি, সেখানে তখন রৌদ্রস্নান করছিলেন গৃহস্বামী। তার থেকে মাত্র কয়েক ফিট দূরেই এসে পড়ে দেহটি। আতঙ্কিত গৃহস্বামী প্রথমে প্রতিবেশী এবং পরে পুলিশকে বিষয়টি জানান।
শহরের আর এক বাসিন্দা জানান, কেনিয়া এয়ারওয়েজের একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার যাত্রীবাহী বিমান থেকে তিনি দেহটি নীচে পড়ে যেতে দেখেছিলেন। হিথরো বিমানবন্দরে নামার পরে ওই বিমানের ল্যান্ডিং গিয়ারের পাশে ফাঁকা জায়গা থেকে পানির বোতল, কিছু খাবার ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, কেনিয়া থেকে অবৈধ উপায়ে ব্রিটেনে পাড়ি দিতে নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে বিমানের চাকার ফাঁকে গোপনে আশ্রয় নিয়েছিলেন ওই ব্যক্তি। বিমান আকাশে ওঠার পরে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে, হিথরোতে নামার সময় বিমানের চাকা সরে গেলে জমে যাওয়া দেহটি পড়ে যায়। ঠান্ডায় জমে বরফ হয়ে যাওয়ার কারণেই দেহে কোনও বিকৃতি ঘটেনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।