পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান এবং তদন্ত আগামি ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর সর্বশেষ সংশোধনী (২০ জুন, ২০১৯) অনুসারে কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক জরুরি সভায় সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ নির্দেশ দেন। সভায় পরিচালক, মহাপরিচালকগণ এবং সচিব অংশ নেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, নির্দেশনার ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো গাফলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন ন্যূনতম সহ্য করবে না। তিনি বলেন, দুদকের প্রতিটি কর্মকর্তার প্রতি কমিশনের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি রয়েছে। কোনরূপ অনৈতিক আচরণ করলে কাউকেই ক্ষমা করা হবে না। কয়েকজন কর্মকর্তাকে ইঙ্গিত করে তিনি বলেন, বিভিন্ন কৌশলে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে। তারপরও অনেক ক্ষেত্রেই আপনাদের অনেকের আচরণে ইতিবাচক পরিবর্তন আসেনি। দায়িত্ব পালনে ন্যূনতম ত্রæটি পেলেও কাউকেই ক্ষমা করা হবে না।
দুদক কর্মকর্তাদের নৈতিকতার মাণদÐ হতে হবে সর্বোচ্চ। এক্ষেত্রে কমিশন আপস করবে না। এ মানদÐ নিশ্চিতকল্পে সকল প্রকার প্রশাসনিক এবং প্রযুক্তিগত নজরদারি আরো বাড়ানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।