Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ বছর পর রায় কাল

শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

দীর্ঘ ২৫ বছর পর আগামীকাল বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলিবর্ষণ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রোস্তম আলী উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন। এ সময় আসামীদের মধ্যে জেল হাজতে থাকা বিএনপির ৩০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চাঞ্চল্যকর এই মামলার প্রধান অভিযুক্ত ঈশ্বরদী পৌর বিএনপিসাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং অভিযুক্ত পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু এবং বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

সরকারি কৌশলী পিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা জানান, শেখ হাসিনাকে গুলিবর্ষণ মামলায় ৩৮ জন সাক্ষী আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সুস্পষ্টভাবে হামলার ঘটনায় আসামীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনায় আমরা আসামীদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।

আসামী পক্ষের আইনজীবী মাসুদ খন্দকার জানান, এ মামলায় হাইকোর্টে লিভ টু আপিল চলমান, এরপরও রায়ের দিন ধার্য হয়েছে। কোন সাক্ষীই সুনির্দিষ্ট ভাবে অভিযুক্ত আসামীরাই যে বোমাবাজি, গুলি করেছেন তা বলেন নি। রাজনৈতিক প্রভাবমুক্ত রায় হলে অবশ্যই আসামীরা খালাস পাবেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন সিনিয়র আইনজীবী গোলাম হাসনায়েন, আখতারুজ্জামান মুক্তা, ওবায়দুল হক প্রমূখ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরল ইসলাম গ্যাদা, মাসুদ খন্দকার, সনৎ কুমার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ