Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ ভোট পেয়েও নোবেল তৃতীয়!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

দর্শক ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত প্রথম হতে পারলেন না বাংলাদেশের নোবেল। গ্র্যান্ড ফাইনালের আসরে তাকে তৃতীয় করা হয়েছে। ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার গান বিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র মাধ্যমে বিস্ময় বালক হিসেবে আখ্যায়িত হন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। এই বিশেষণটি বেশিরভাগ সময়ই এসেছে আয়োজনের বিচারকদের তরফ থেকে। তবে তাদের উচ্ছ্বাস ও দর্শক ভোটে এগিয়ে থাকলেও গানের প্রতিযোগিতায় প্রথম হতে পারছেন না এই তারকা। তাকে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

গত ২৯ জুন ‘সা রে গা মা পা’-এর এবারের আসরের গ্র্যান্ড ফাইনালের পর্ব ধারণ করা হয়েছে। যা জি বাংলায় প্রচার হবে আগামী ২৮ জুলাই। ফাইনালের ধারণ করা পর্বে দেখা যায় এতে প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল!

বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, বিচারকদের রায়ে এই ফল হলেও দর্শক ভোটে সেরা নোবেল। তিনি ‘মোস্ট ভিউয়ার চয়েস’-এ বিজয়ী হয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরস্কার নিয়ে গণমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি।
তিনি গণমাধ্যমকে বলেন, সারেগামাপা দুই বাংলার জনপ্রিয় একটা রিয়েলিটি শো। এর মাধ্যমে আমি দুই দেশেই পরিচিতি পেয়েছি। সবাই আমার গান পছন্দ করেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয়েছে। কিন্তু প্রচার হতে এখনও প্রায় এক মাস বাকি। তাই এটা নিয়ে আমি এখন অফিসিয়ালি কিছু বলতে পারছি না। আমি আগেই বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আমার গানটা ঠিকমতো গাওয়ার দিকে জোর দিয়েছি। সেই অনুযায়ী ফল হয়েছে। তা যাই হোক, আপনারা আগে যেমন আমার সঙ্গে ছিলেন, আগামীতেও সঙ্গে থাকবেন এটাই আশা করছি।

এদিকে গত শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তখন। সে সময়ই অনুষ্ঠানের একটি ছবিতে দেখা যায়, প্রথম পুরস্কার বিজয়ী অঙ্কিতার হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ির চাবি। পুরস্কার হাতে পাশে দাঁড়িয়ে আছেন প্রথম রানারআপের দুইজন। তাদের সবার পেছনে অবস্থান করছেন নোবেল।

গত বছরের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয়েছিল ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। ভারতের নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল ইসলাম নোবেল। বাকিরা নানা ধাপে ছিটকে গেলেও গোপালগঞ্জের তরুণ নোবেলই জায়গা করে নেন চূড়ান্ত পর্বে।
পুরো আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌষিকী চক্রবর্তী, মোনালি ঠাকুর ও পন্ডিত তন্ময় বোস।



 

Show all comments
  • SH Habib ২ জুলাই, ২০১৯, ১:১৫ এএম says : 0
    দাদাদের কাছ থেকে এর চেয়ে বেশী কি আশা করা যায়
    Total Reply(0) Reply
  • Mahiuddin Ahmed ২ জুলাই, ২০১৯, ১:১৫ এএম says : 0
    কেউ কেউ আমার সাথে এ নিয়ে অনেক তর্ক করেছিলো। আমি পূর্বেই অনুমান করেছিলাম,নোবেলের যোগ্যতা থাকা স্বত্তেও জি বাংলা তাকে চ্যাম্পিয়ন করবে না। শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের ধরে রাখা এবং জি বাংলার রেটিং বৃদ্ধির জন্য তারা নোবেলের জয়গান গেয়েছে।তথাপি,নোবেলের জন্য শুভকামনা।
    Total Reply(1) Reply
    • A J M Jalal Uddin ২ জুলাই, ২০১৯, ১:৫৮ এএম says : 4
      ১০০% সহমত। ঠিক তাইই হয়েছে।
  • Zillur Rahaman Kanchon ২ জুলাই, ২০১৯, ১:১৫ এএম says : 0
    যদি প্রতিভার মূল্যায়ন নিরপেক্ষ ই না হয় তাহলে কি দরকার এই ধরণের ভাওতাবাজির অনুষ্ঠান করার ।
    Total Reply(0) Reply
  • Shawkat Ali ২ জুলাই, ২০১৯, ১:১৬ এএম says : 0
    হুঁ হুঁ বাবা এখনো এদেরকে চিনতে পারনি! 'আমার যেমন বেনী তেমনি রবে চুল ভিজাব না। জলে নামব জল ছিটাব তবু জল তো ছোঁবনা; আমি রাঁধিব বাডিব ব্যান্জন বাঁটিব তবু আমি হাঁড়ি ছোঁবনা।' গানের কথাগুলো ভাল করে বোঝার চেষ্টা কর।
    Total Reply(0) Reply
  • Shahadat H Rajib ২ জুলাই, ২০১৯, ১:১৬ এএম says : 0
    এটাতো আগেই জানতাম , নোবেলকে কখনোই চ্যাম্পিয়ন দিবে না . চ্যাম্পিয়ন হওয়ার প্রথম শর্ত ভারতীয় হতে হবে ...
    Total Reply(0) Reply
  • Alee Hansen ২ জুলাই, ২০১৯, ১:১৬ এএম says : 0
    বাংলাদেশে কে চিনতো এই নোবেল কে? এ দেশে কেউ তাকে মূল্যায়ন করে নাই। অডিশন দিয়ে কৃতকার্য হয়নি সে। এই নোবেল কে আবিষ্কার করেছে ভারতীয় জি -বাংলা, ওরা নোবেল কে এই ব্রেক টা না দিলে হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যেত সে। তাই জি- বাংলা প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর নোবেল তৃতীয় হলেই বা কি না হলেই বা কি?সে তো সর্বোচ্চ ভোট পেয়েছে। সকল ভারতীয় দর্শক তাকে প্রান উজার করে ভোট দিয়েছে, এর চাই যে বড় পুরস্কার আর কি হতে পারে। আমাদের নোবেল তার গান দিয়ে তাদের সকলের মন জয় করতে পেরেছে এটাই সবচেয়ে বড় কথা।
    Total Reply(0) Reply
  • Ziaur Rahman ২ জুলাই, ২০১৯, ১:১৭ এএম says : 0
    প্রথম হলেও হতে দিবেনা দেশের লোকেরে না দিয়ে বাহিরের কেউ নিয়ে যাবে এটা তারা হতে দিবেনা
    Total Reply(0) Reply
  • Mahdi Nabi Mumu ২ জুলাই, ২০১৯, ১:১৯ এএম says : 0
    We are proud of you noble. Monali thakur o kintu top 10 a chilan .Kichu jai asha na. Nobel has shown us our ignorance towards artist.We can't recognize our talent.We got to know about it from another country.It is shameful for us. There are many talented artist in our country.Perhaps some are losing their confidence and some are not coming out due to society. By seeing noble we know how best Bangladeshis are.But we can't justify. Our all reality show become a joke as we don't have capable judge. We are proud of noble. You are an inspiration for all the youth artist. Don't matter Whether you get first,second or third but your achievement will be a history.
    Total Reply(0) Reply
  • Ruhul Amin ২ জুলাই, ২০১৯, ১:১৯ এএম says : 0
    শিল্পী বেঁচে থাকে তার ভক্তদের মাঝে, ভক্ত একজন শিল্পীর সারাজীবনের সঙ্গী, বিচারক বা রিয়েলিটি শোয়ের কর্তপক্ষ না। সুতরাং ফাইনালি জয় নোবেলের ই হয়েছে কারণ ভক্তদের বিচারে সেই সেরা!
    Total Reply(1) Reply
    • MD ABDUL ALIM ২ জুলাই, ২০১৯, ৯:২২ এএম says : 4
      A KE HALLO . AMORA VABCELAM KE . AR HOLL KE
  • Nannu chowhan ২ জুলাই, ২০১৯, ৯:১০ এএম says : 0
    Ji Bangladesher dorshokra eai chanelke boykot kora uchit....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ