পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুরে স্বামীর দেয়া অপবাদ ও নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম সার্বারি (২২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ নারীর বরাত দিয়ে তার ভাই সাব্বির হোসেন বলেন, জেনেভা ক্যাম্প ৫ নম্বর সেক্টরে তার বোন স্বামী করিমকে নিয়ে থাকেন। সার্বারি বাসা বাড়িতে কাজ করেন ও তার স্বামী হোটেল কর্মচারী। তিনি বলেন, ভগ্নিপতি করিম তার বোনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ৩ দিন ধরে মারধর করে। গতকালও বকাবকি করে তিনি বাসা থেকে চলে গেলে সার্বারি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে ভর্তি করেন। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের মেডিকেল অফিসার ডা. ফারক হোসেন (দিদার)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।