পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধ সম্পদ অর্জন মামলায় পুলিশের আলোচিত ডিআইজি মিজানুর রহমান হাইকোর্ট থেকে জামিন নেয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে গতকাল রোববার সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদন ফাইলও করেন। বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশিদ আলম খান। গত ২৪ জুন মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্মা, ছোট ভাই মো. মাহবুব রহমান স্বপন এবং ভাগ্নে মাহমুদুল হাসানের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে মিজানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং পাচার, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় দায়েরকৃত মামলাটি জামিনযোগ্য। তবে পুলিশ থেকে সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজান মামলা রুজুর পর থেকেই পলাতক রয়েছেন। দুদক তার সম্ভাব্য সবগুলো ঠিকানায় হানা দিয়েও তার সন্ধান পায়নি। এ কারণে অধস্তন আদালত এবং উচ্চ আদালতের চারপাশে দুদকের নিজস্ব গোয়েন্দা টিম এবং আরো তিনটি সরকারি গোয়েন্দা সংস্থা ওঁৎ পেতে আছে বলে জানা গেছে। জামিন না হলে যেকোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত শুরু হলে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এ ছাড়া মিজানুরের বিরুদ্ধে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়েরের সুপারিশ করার পর সংস্থার পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার অভিযোগ তোলেন মিজান। ঘুষ লেনদেনের ঘটনায় মিজান এবং এনামুল বাছিরের বিরুদ্ধেও পৃথক অনুসন্ধান চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এ অনুসন্ধান চলাকালে ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম মামলাটি তদন্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।