পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনসহ ১৮ দফা দাবিতে জাতীয় মুক্তি মঞ্চ গঠন করেছেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ। চট্টগ্রামে এই জোটের প্রথম আলোচনা সভা আজ। এই সভায় বিএনপির প্রতিনিধি পাঠাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন অলি আহমদ। গতকাল রোববার দুপুর ১২টায় মির্জা ফখরুল ইসলামকে তাদের কর্মসূচিতে লোকজন পাঠানোর জন্য বলেন। বিএনপি মহসচিব সরাসরি কিছু না বললেও বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলকে নিয়ে এলডিপির কর্ণেল (অব.) অলি আহমদ জাতীয় মুক্তি মঞ্চ নামে পৃথক একটি মঞ্চ ঘোষণা করেন গত ২৭ জুন। এই মঞ্চ ঘোষণা পর বিএনপির সাথে মঞ্চের থাকা দলগুলোর দূরত্ব তৈরি হয়েছে বলেও আলোচনা শুরু হয়। তবে সেটি নাকচ করে দিয়ে ২৮ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরং মঞ্চকে স্বাগত জানান। এর পর গতকাল মঞ্চের প্রথম সভায় প্রতিনিধি পাঠাতে কর্ণেল অলি বিএনপি মহাসচিবকে ফোন দেয়ায় তা অবশান হবে বলে মনে করেন দলগুলোর নেতাকর্মীরা।
এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আজকে (গতকাল) ১২টার দিকে আমি মির্জা ফখরুলকে ফোন করেছিলাম। টেলিফোনে বলি, আপনাদের লোকজনকে বলেন কর্মসূচিতে অংশগ্রহণ করতে। আমন্ত্রণের জবাবে মির্জা ফখরুল কী বললেন, এমন প্রশ্নে অলি আহমদ বলেন, তিনি বলেছেন দেখবো, দেখতেছি।
অলি আহমদ বলেন, আমি তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দালাল, যাদের গ্রহণযোগ্যতা নেই, সততা নেই, তাদের ছাড়া সবাইকে দাওয়াত দিচ্ছি। জাতীয় মুক্তি মঞ্চ মানে কি? মানে ফর অল। আমাদের সঙ্গে যারা একমত, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।