পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের অভ্যন্তরীন ও উপকুলীয় নদ-নদীতে জাটকা আহরনে আট মাসের নিষেধাজ্ঞা উঠে গেল রোববার মধ্য রাতে। ১ নভেম্বর থেকে টানা আট মাস জাটকা আহরনে নিষেধাজ্ঞার ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত থাকার আশা করছে মৎস্য অধিদপ্তর।
সারা বিশ্বের ৭৫% ইলিশ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানে রয়েছে । বিগত দিনে আমাদের প্রতিবেশি ভারত ও মায়ানমারসহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে ইলিশ উৎপাদন হ্রাস পেলেও বাংলাদেশে তা প্রতিবছর বাড়ছে। আমাদের জাতীয় অর্থনীতিতে ইলিশের একক অবদান ১%-এরও বেশি। মৎস্য বিজ্ঞানীদের মতে, গত দেড় দশকে দেশে ইলিশের উৎপাদন প্রায় তিনগুন বৃদ্ধি পেয়েছে।
মৎস্য অধিদপ্তরের সুপারিশের আলোকে পটুয়াখালীর আন্ধারমানিক নদীতে গত নভেম্বর থেকে জানুয়ারী মাসে, শরিয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং দক্ষিনে চাঁদপুর জেলার মতলব ও শরিয়তপুর উপজেলার ভেদরগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকায় এবং বরিশালের হিজলা উপজেলার মাছকাটা পয়েন্ট, হরিনাথপুর পয়েন্ট, ধুলখোলা পয়েন্ট এবং মেহেদিগঞ্জ উপজেলার ভাষানচর পয়েন্ট এলাকার মেঘনার শাখা নদী, হিজলা উপজেলার ধর্মগঞ্জ ও নয়া ভাঙনী নদী এবং মেহেদিগঞ্জ উপজেলার লতা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল মাসে ইলিশ ও জাটকার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।
এদিকে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করায় এবার জেলেরা কিছুটা বিপাকে পড়েছে। ফলে ১ জুলাই থেকে জাটকা আহরনে নিষেধাজ্ঞা উঠে গেলেও অপাতত সাগরে জাল ফেলতে পারছেনা জেলেরা। তবে মৎস্য অধিপ্তরের মতে, এতদিন শুধু জাটকা আহরনে নিষেধাজ্ঞা ছিল। মে মাসের শেষ সপ্তাহ থেকে সাগর অশান্ত থাকে। এ সময়কালে কোন মাছ ধরা নৌকা বা ছোট থেকে মাঝারী ট্রলার সাগরে যেতে পারেনা। উপরন্তু অভ্যন্তরীন নদ-নদীতে মৎস্য আহরনে কোন নিষেধাজ্ঞা নেই। ফলে জেলেদের খুব সমস্যা হবার কথা নয়।
মৎসজীবী সমিতিগুলোর মতে সাগরে ইলিশ আহরনরত নিবন্ধিত জেলের সংখ্যা ৬৮ হাজার। ১ নভেম্বর থেকে জাটকা আহরন নিষিদ্ধ হলেও এবার বেকার জেলেদের কাছে খাদ্য সহায়তার চাল পৌছে এপ্রিলের শেষ সপ্তাহে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।