Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকার চেক প্রদান

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে নিহত শ্রমিক সাবিন্দ্র দাসের পরিবারের মাঝে অর্থিক সহায়তা হিসেবে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি হলরুমে নিহতের পরিবারের হাতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কাজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে চেক প্রদান করা হয়।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের উপস্থিতিতে নিহতের মা সুমিত্রা দাস, বাবা নগেন্দ্র দাস ও স্ত্রী সুকলা দাস উপস্থিত থেকে ১৫ লাখ টাকার চেক বুঝে নেন। এছাড়াও চেক প্রদানকালে বিসিবিসিএল’র নির্বাহী প্রকৌশলী রেজোয়ান ইকবাল খান, এনইপিসি’র জনবল সরবরাহকারী সহকারী ম্যানেজার মিস্টার উ উ, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ তালুকদার ও জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কাজল এন্টারপ্রাইজ’র সত্ত¡াধিকারী কাজল তালুকদারসহ বিভিন্ন জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৮ জুন দুপুরে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং বয়লার থেকে কর্মরত অবস্থায় শ্রমিক সাবিন্দ্র দাস নিচে পড়ে গিয়ে নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ