পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২ এর একটি দল। গ্রেফতাররা হলোÑ শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২) ও আজিজুল হক (১৮)। গত বৃহস্পতিবার রাতে খিলজী রোডের শিশুপার্কের ভেতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খিলজী রোডের শিশুপার্কের ভেতরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি চাকু, ১টি প্লায়ার্স, ১টি স্ক্রু-ড্রাইভার ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।