Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্মুক্ত হলো সবুজ অর্থায়ন তহবিল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রফতানিমুখী তৈরি পোশাক ও চামড়া কারখানা সবুজে রূপান্তরের লক্ষ্যে গঠিত ‘সবুজ অর্থায়ন তহবিল’ সব খাতের উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করলো কেন্দ্রীয় ব্যাংক।

ফলে এখন থেকে শুধু তৈরি পোশাক, চামড়া ও পাট খাতই নয়; রফতানিমুখী সকল খাতের উদ্যোক্তারা এ তহবিল থেকে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, তহবিলের অর্থ অব্যবহৃত থাকায় সব খাতের উদ্যোক্তাদের এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দেশের পোশাক ও চামড়া শিল্প কারখানা সবুজে রূপান্তরের লক্ষ্যে ২০১৬ সালে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ফর এক্সপোর্ট-ওরিয়েন্টেড টেক্সটাইল অ্যান্ড টেক্সটাইল প্রোডাক্টস অ্যান্ড লেদার ম্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিজ নামক ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হয়।

এ তহবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদন হলো বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা। নির্ধারিত মানদÐে উত্তীর্ণ ব্যাংকগুলোর মাধ্যমে টেক্সটাইল ও টেক্সটাইল প্রোডাক্টস এবং লেদার খাতে শুরুতে এ সুবিধা প্রদান করা হয়। পরবর্তীতে রফতানিমুখী পাট খাতের উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়। আর এখন রফতানীমুখী অন্যসব খাতের উদ্যোক্তাদের জন্য এ তহবিল উন্মুক্ত করা হলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ