Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লেখাপড়ার পাশাপাশি বড় মনের মানুষ হতে হবে

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএসএমএমইউ ভিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কনক কান্তি বড়য়া বলেন, লেখাপড়ার পাশাপাশি বড় মনের মানুষ হতে হবে। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে বাস্তবায়ন করতে কঠোর লেখাপড়ায় মনোনিবেশ করে সাফল্য অজর্নের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে। তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পাঠ্যবইয়ের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামবাসীর ভূমিকার কথা তুলে ধরেন।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে আয়োজিত ২০১৮ সালের পিইসি, জেএসসি ও জেডিসি এবং ২০১৯ সালের এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদসহ বিভিন্ন নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের ৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও মূল্যেমান বই প্রদান করা হয়।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ