Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রশ্ন : আমার ৪০ দিনের একটি ছেলে সন্তান মারা গেছে । কবরে সে কি অবস্থায় থাকবে জানতে চাই ।

লিয়াকত আলী
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ৭:৪৫ পিএম

উত্তর : ৪০ দিন বয়সী শিশু মারা গেলে কবরে সে আল্লাহর নেগাহবানীতে শান্তিতেই থাকবে। তার রূহ যেহেতু আল্লাহর তত্ত¡াবধানে নিজ ঠিকানায় অবস্থান করবে, সে জন্য কবরে বাচ্চাটির দেহ নিয়ে আমাদের উদ্বেগের কিছুই নেই। তাছাড়া মাটিতে তার দেহ যেমনই থাকুক, মিছালী জগতে আল্লাহ মুসলমানের সন্তান হিসাবে তাকে ষষ্ঠ আকাশে হযরত ইবরাহীম আ. এর সাহচর্যে নিয়ে রাখতে পারেন। রূহের জগতে তার রূহ থাকবে, মিছালী জগতে সশরীরে সে শিশুদের সাথে থাকবে, পার্থিব জগতে তার দেহ দুনিয়ার কবরে থাকবে। এসব আল্লাহর মহান কুদরতের অকল্পনীয় ব্যবস্থাপনা। খোলা চোখে সীমিত জ্ঞানে মানুষ এত কিছু বোঝে না বলেই পেরেশান হয়। এ বয়সী শিশু মা বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য আখেরাতে মুক্তির কারণ হয়ে থাকে। চরম কষ্টের বিষয় বলেই এখানে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা ও ধৈর্য ধরা এত বড় সওয়াবের কাজ। যার প্রতিদান জান্নাত। 

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • আমিনা ইয়াছমিন ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪১ পিএম says : 0
    আমার ১ মাস ৩ দিনের একটা ছেলে বাচ্চা মারা গেছে আমি যে মা, আমি কোন ভাবে ছেলেকে ভুলতে পারতেছিনা, সারাদিন কান্না আর চোখের পানি যায়,আমার সবসময় মনে হয় ছেলেটা আমাদের কারনে মারা গেছে, কিন্তু আমি এমন এক মা যে ছেলেকে বুকে না নিয়ে কখনো ঘুমাতাম না,ছেলেকে এক মাস ৩ দিনে রাতে মাঝে মধ্যে উঠে না কাদলেও বুকে নিয়ে রাখতাম, এগুলো চাইলেও কোন মা কখনো ভুলতে পারবেনা,আজকে ৪ দিন আমার বাচ্চা কবরে,আমার একটা টেনশন সুধু আমার বাচ্চা টা এত ঠান্ডায় কিভাবে থাকে, সে তো ঠান্ডায় থাকতে পারে না,আর সে আজ ৪ দিন কি খেয়ে বেচে আছে, আমার তো মনে হয় আমার বাচ্চা কিছু খায়নাই,আমার ও কিছু খেতে মন চায়না, ও খাচ্ছে কি না না খাচ্ছে এটা ভেবে ভেবে সারাদিন থাকি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ