Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ আইনের আধুনিকায়ন চান সাবেক আইজিপি নূর মোহাম্মদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ২:২৭ এএম

পুলিশ আইনকে যুগোপযোগী করার দাবি জানিয়েছেন সাবেক আইজিপি ও সরকারদলীয় সংসদ সদস্য নূও মোহাম্মদ। স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, সংগঠিত পুলিশ বাহিনী সৃষ্টি হয়েছিল ১৮৬১ সালে। এই দেড়শ বছরীয় আইনে কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি। আইনে কোথাও সেবার কথা নেই, জনগণের কথা নেই, মানবাধিকারের কথা নেই। স্বাধীন দেশের জন্য যুগোপযোগী আইন দরকার।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নূর মোহাম্মদ বলেন, পুলিশের নিয়োগ, পদোন্নতি, পদায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে হবে। তাহলে পুলিশ আস্থা, ভরসা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে। পুলিশ হয়ে উঠতে পারে জনগণের পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত কয়েক বছরে পুলিশের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

সাবেক আইজিপি বলেন, উন্নয়নের যাত্রায় মেগাপ্রকল্পে মেগা যাত্রা। বিদেশ থেকে শিক্ষক আনার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, প্রণোদনা ও সুযোগ সুবিধার দিকে নজর দিতে হবে। দেশের মানুষ যেকোনো সময়ের তুলনায় খেয়ে পড়ে ভালো আছে। পোশাক পরিচ্ছদ উন্নত হয়েছে। সর্বোপরি তারা জীবনমানের উন্নয়নে সচেতন। স্বাস্থ্য সেবার জন্য মানুষ এখন ভারত, থাইল্যান্ডসহ উন্নত দেশে পারি জমাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই খাতে বিনিয়োগ ছাড়া উপায় নেই।

তিনি বলেন, বাজেটের আকার বাড়ছে, সাথে সাথে শর্তগুলো বড় হচ্ছে। সমস্যাও পাখা মেলছে। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন ও বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রীর মেধা সক্ষমতা নতুন প্রজন্মের জন্য নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এটিই সবার কাম্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ