Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খাদ্যে ভেজালকারীদের ফাঁসি হওয়া উচিত

কর্মশালায় র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ২:২৭ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, এমন কোন জায়গা নেই যেখানে ভেজাল নেই। রেস্টুরেন্ট ও রাস্তার দোকান থেকে শিশুদের দুধের মধ্যেও ভেজাল। ভেজালকারীরা নীরব ঘাতক। ফাঁসিই তাদের শাস্তি হওয়া উচিত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘সুপারস্টোরে পণ্যের মান রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের কোনো ব্যবসায়ী দ্রæত ধনী হওয়ার নেশায় ভেজাল খাদ্য তেরি করবেন না। এটা বন্ধের ব্যবস্থা নিতে হবে। কাউকে দোষারোপ না করে প্রত্যেককে স্ব স্ব উদ্যোগে বদলানোর পরামর্শ দেন তিনি।

 

 



 

Show all comments
  • মনোয়ার হোসেন ২৮ জুন, ২০১৯, ৩:০০ পিএম says : 0
    অবশ্যই খাদ্যে ভেজালকারীদের ফাসি হওয়া উচি। কারন এরা জাতি ও প্রজন্মকে ধংশ করছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ