Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সরকারি সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকেও যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার ইনকিলাবকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জুলাই চীন রওনা হয়ে আগামী ৬ জুলাই দেশে ফিরবেন।

আগামী ১ জুলাই বিকেল ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় মধ্য রাতে চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান ঝোউশুইঝি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখানে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাংগ্রি-লা হোটেলে বিশ্রাম নেবেন শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২ জুলাই) সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন বৈঠকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্থানীয় সময় বিকেলে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব। পরে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কোঅপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বুধবার (৩ জুলাই) স্থানীয় সময় সকালে চীন সরকারের বিশেষ বিমানে ডালিয়ান থেকে বেইজিং যাবেন আওয়ামী লীগ সভাপতি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেইজিংয়ে ডিয়াওইউতাই স্টেট গেস্ট হাউজে নেয়া হবে প্রধানমন্ত্রীকে। সফরকালে সেখানেই অবস্থান করবেন শেখ হাসিনা

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চীনের প্রধানমন্ত্রী কেছিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। দুপুরে চীনা প্রধানমন্ত্রীর দেয়া ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এদিন বিকেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে চীনা প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। শনিবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৮ জুন, ২০১৯, ২:৩০ এএম says : 0
    দক্ষিণ এশিয়ার লৌহ মানবী বিশ্ব বরন্য প্রভাবশালী নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ সন্তান মাননীয় প্রধান মন্ত্রীর চীন সফর বাংলাদেশের দেশের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ সারাজাতি অত্যন্ত আগ্রহপূর্ণ ভাবে এই সফরের সফলতা কামনা করছে। অর্থনৈতিক অবকাঠামো গত উন্নয়ন চীনের সাথে আমাদের বন্ধুত্বপুন্য সম্পর্ক দির্ঘদিনের। বার্মার সামরিক জান্তার ভয়ংকর অত্যাচারের শিকার রোহিঙ্গা জনগোষ্টির একমাত্র কুটনৈতিক সমাধান চীনের হাতে। জাতীয় সংঘ সহ সারাবিশ্বের সমর্থন বাংলাদেশের পক্ষে রাশিয়া চীনের সাথে জোরালো কুটনৈতিক আলাপ আলোচনায় শান্তি পুন্য সমাধান হবে আশাকরি। বিশাল জনগোষ্টির কারণে অত্র এলাকায় ইতিমধ্যে মানবিক বিপদ অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা পরিলক্ষিত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের খাদ্য বাসস্হান আইন শৃংখলার ভয়াবহ অবনতির আশঙ্কাই আমরা সাধারণ মানুষ ভীষন ভাবে চিহ্নিত। মাননীয় প্রধান মন্ত্রীর সফর সফল হউক আল্লাহ দরবারে প্রার্থনা করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ