Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়স্ক ছাত্রনেতাদের সাথে বিএনপির বৈঠক

নয়া পল্টনে বিক্ষোভ-অবস্থান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম


বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কমিটি গঠনে বয়সসীমা তুলে নেয়াসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপি। গতকাল (বৃহস্পতিবার) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও স্কাইপের মাধ্যমে কথা বলেন। এসময় সার্চ কমিটির কয়েকজন সদস্য ও ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতারা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে গতকাল কাউন্সিলের তফসিল মোতাবেক ছাত্রদলের প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রির কথা ছিল। কিন্তু বিক্ষুব্ধদের আন্দোলনের ফলে তা হয়নি।

এদিকে গতকালও নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে আসে। পরে সেখানে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে ¯েøাগান দেন। একপর্যায়ে কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন বিক্ষুব্ধ নেতারা। তারা ‘অবৈধ তফসিল মানি না, মানবো না,’ ‘অ্যাকশন অ্যাকশ, দালালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ হই হই রই রই, সিন্ডিকেট গেলি কই,’ ‘কথায় কথায় বহিষ্কার, দল কি তোদের বাপ-দাদার’ ইত্যাদি ¯েøাগান দিতে থাকেন। একপর্যায়ে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এসময় বিএনপির কার্যালয়ের মূল ফটকের সামনে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়। পরে কার্যালয়ের উপরে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। গতকালের বিক্ষোভে ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাদের মধ্যে এজমল হোসেন পাইলট, এখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জহির উদ্দিন তুহিন, আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, মফিজুর রহমান আশিক, আবুল হাসান, কাজী মোক্তার হোসেন, শামসুল আলম রানা, ওমর ফারুক মুন্না, দবির উদ্দিন তুষার, রাজীব আহমেদসহ পাঁচশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাদের শান্ত করতে বিকেল সাড়ে চারটার দিকে নয়া পল্টনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রস্তাব দেন। এরপর বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলে গতকাল সন্ধ্যায় গুলশানে ছাত্রদলের নেতাদের সাথে বিএনপির সিনিয়র ও সংশ্লিষ্ট নেতারা বৈঠকে বসেন।

নয়াপল্টনে বিক্ষুব্ধরা যখন বিক্ষোভ করছিলেন সেসময় বিএনপির কার্যালয়ের ভেতরে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ও যুবদলের শতাধিক নেতাকর্মী।

বিক্ষুব্ধদের নেতা এখতিয়ার রহমান কবির বলেন, তারা দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের দাবি না মানলে কাউন্সিল হতে দেয়া হবেনা।
জানতে চাইলে ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বিক্ষুব্ধ নেতাদের সাথে আলোচনা হচ্ছে। তাদের দাবি দাওয়া নিয়ে দলের হাইকমান্ড চিন্তা-ভাবন করছে। একইসাথে ছাত্রদলের নতুন কাউন্সিল নিয়ে যাবতীয় কার্যক্রম অব্যাহত আছে।

অপরদিকে ছাত্রদলের কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক খায়রুল কবির খোকন বলেন, তারা কাউন্সিল নিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন। যথা সময়েই কাউন্সিল হবে। বিক্ষুব্ধদের বিষয়ে বিএনপির হাইকমান্ড কাজ করছে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ