Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিমান্ডে পুলিশ তো হাজির বিরিয়ানি খাওয়ায় না

আলোচনা সভায় শাহদীন মালিক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য জোর করা যাবে না, যা একটি সাংবিধানিক অধিকার। তবে রিমান্ডের ফলে এটি ব্যাপক হারে লঙ্ঘিত হচ্ছে। গতকাল বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘নির্যাতন রোধের দায়-দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় আইনজীবী শাহদীন মালিক এসব কথা বলেন। ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় সভাপতির বক্তব্যে শাহদীন মালিক বলেন, ম্যাজিস্ট্রেটরা রিমান্ডে দিয়ে প্রতিদিনই সংবিধান লঙ্ঘন করছেন। আমরা সবাই জানি, রিমান্ডে নিয়ে পুলিশ তো হাজির বিরিয়ানি খাওয়ায় না। যাকে ধরা হচ্ছে সে কী অপরাধ করেছে, কোথায় টাকা রেখেছে, এগুলো বলতে কাউকে বাধ্য করা যাবে না। এটা বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সালের সংবিধানেই আছে। রিমান্ডে দিয়ে ম্যাজিস্ট্রেটেরা প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে।

শাহদীন মালিক বলেন, এখন আমরা সবচেয়ে বেশি অধিকারহীনতায় ভূগছি। বাহ্যিক কিছু উন্নয়ন হচ্ছে বিয়ের সময় লাইট লাগানোর মতো। প্রতি সপ্তাহে একনেকের সভা হচ্ছে, কোটি কোটি টাকার প্রজেক্ট পাস হচ্ছে। এসব বিয়ের আলো জ্বালানোর উন্নতি হচ্ছে, অধিকারগুলো সংরক্ষণ হচ্ছে না। আমরা সবাই চাই, উন্নত দেশের কাতারে এই দেশটা যাবে। তবে অধিকার না দিয়ে কোনো সমাজ উন্নতি করতে পারে না। অধিকার না দিলে, ২০৪১ কেন, ২০৬১ সালের মধ্যেও কোনো ধরনের উন্নতি সম্ভব নয়।

শাহদীন মালিক আরও বলেন, কথা বললেই পরিস্থিতি পাল্টে যাবে বা উন্নত হবে তা নয়। তবে কাজ হবে না বলে হতাশাগ্রস্ত হয়ে কথা না বললে পরিস্থিতির উন্নতিও হবে না। নির্যাতন প্রতিরোধ করতেই হবে। নয়তো একদিন না একদিন সবাই এমন পরিস্থিতির শিকার হতে হবে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি উপস্থাপনা শেষে বলেন, বাংলাদেশে নির্যাতকের শক্তি দেশের আইন, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় শক্তির চেয়ে অনেক বেশি।

আসিফ নজরুল তার উপস্থাপনায় বলেন, ১৯৯৮ সালে ৫ অক্টোবর বাংলাদেশ নির্যাতনবিরোধী কনভেনশনের সদস্য হয়। কিন্তু, এই কনভেনশনের চুক্তিটির প্রতি বাংলাদেশের আন্তরিকতার অভাব ফুটে ওঠে। বাংলাদেশের দায়িত্ব ছিল, চুক্তির পক্ষ হওয়ার এক বছরের মধ্যে এবং প্রতি চার বছর অন্তর অন্তর নির্যাতনবিরোধী কমিটির কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া। কিন্তু, ২১ বছর পার হওয়ার পরও বাংলাদেশ এখন পর্যন্ত একটি প্রতিবেদনও জমা দেয়নি।

পুলিশের ওপর এক ধরনের চাপ থাকে মন্তব্য করে আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, তাজউদ্দীন আহমেদের নাতি গুমের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ভাগিনাকে ফেরত পাওয়ার পর পুলিশকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু এই প্রশ্নটা তুলে নাই, যে কারা তাকে তুলে নিয়েছিল, কেন তাকে নেয়া হয়েছিল। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে রাষ্ট্রে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক এবং আমাদের এই ধারণার ফলে রাষ্ট্র সুপ্ত একটি অনুমোদন পাচ্ছে এই সমন্ত অন্যায় করার।

আইনজীবী সারা হোসেন বলেন, নির্যাতন বন্ধের পাশাপাশি আমাদের সাংবিধানিক অধিকার নিষ্ঠুর, অমানবিক সাজার শিকারের বিরুদ্ধে কথা বলতে হবে। এসবের বিরুদ্ধে সকলে মিলে আওয়াজ তোলার এখনই সময়। মানবাধিকার কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আইনজীবীদের ভূমিকা আরও জোরদার কেন হচ্ছে না সে ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মৌলিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য শিরিন হকের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির ছাত্র লিমন হোসেন ও কোটা সংস্কার আন্দোলনের নেতা আতাউল্লাহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ