Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশী বিনিযোগ আনতে কূটনীতি চলছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে অর্থনীতি ও বাণিজ্য কূটনীতি এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন। দেশে বিদেশি বিনিয়োগ টানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্কের নির্বাহী পরিচালক হোসনে আরা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বে এখন সবচেয়ে লাভজনক স্থান হচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি বিনিয়োগ আনতে কাজ করে যাচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, আমি মনে করি বাংলাদেশে দুটি সরকার আছে। একটি দেশের ভিতর আর একটি দেশের বাইরে। যারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। যারা দেশের বাইরে প্রতিনিধিত্ব করছেন দেশে বিদেশি বিনিয়োগ টানতে তাদের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশে এখন বিনিয়োগ পরিবেশ ভালো। সেমিনারে বক্তারা বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার বেড়ে ৭ শতাংশের ওপরে রয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার অত্যন্ত বিনিয়োগবান্ধব। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ