Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসের এমডিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৪ এএম

নিয়োগে ৩০ শতাংশ ‘মুক্তিযোদ্ধার সন্তান কোটা’ সংরক্ষণ না করায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি:র ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ তাদের তলব করেন। আগামি ২ জুলাই তাদের হাজির হতে বলা হয়েছে। অপর দু’জন হলেন, তিতাসের সংশ্লিষ্ট মহা-ব্যবস্থাপক (জিএম) এবং উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম)। পিটিশনারের পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া জানান, ২০১৭ সালের ১৮ ডিসেম্বর তিতাসে ৭৯ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তিতাস। এ অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগ পরীক্ষা অংশ নেন অনেকে। কিন্তু চূড়ান্ত ফলাফলে বেশির ভাগ প্রার্থীকে বাদ দেয়া হয়। যাতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটা সংরক্ষিত হয়নি। এ পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ কয়েকজন ২০১৮ সালের ২০ নভেম্বর রিট করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত তিন কর্মকর্তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। গতকালের শুনানিতে সরকারপক্ষে অংশ নেন ডেপুটি এটর্নিজেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ