Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসেলকে কিস্তিতে অর্থ শোধ করবে গ্রিন লাইন

হাইকোর্টের আদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের অর্থ ৫ লাখ টাকা করে কিস্তিতে ৪৫ লাখ টাকা পরিশোধ করবে বাস কোম্পানি ‘গ্রিন লাইন’। গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। এ আদেশ দানকালে আদালত বাংলাদেশ রোড ট্রান্সপোট অথরিটির ওপর উষ্মা প্রকাশ করেন। আদালত বলেন, সড়কে মানুষ দুর্ঘটনায় মারা গেলেও বিআরটিএ শৃঙ্খলা ফেরাতে পারছে না। জবাবে বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম বলেন, ২০০৩ সালের ১৬ নভেম্বর থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কমিটি করেছে। এ কমিটি এখন কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় আদালত বলেন, আমরা কমিটি নয়, অ্যাকশন দেখতে চাই। সড়কে এখনও বিশৃঙ্খলা রয়েছে। এবারের ঈদে অন্তত ৪৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৭০০ জন। আপনারা কিসের নিরাপত্তা দিচ্ছেন?

পরে আদালত গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, যদি আপনার আদেশ লঙ্ঘন করেন, তাহলে আমরাও অন্য ব্যবস্থা নেবো। কোনোভাবে ক্ষতিপূরণের পরিমাণ কমানোর সুযোগ নেই। যে লোক আদালতের আদেশ লঙ্ঘন করার ফন্দিফিকির খোঁজে তাকে সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা দেয়, সেটা আমরা দেখব। আদালত বলেন, আপনারা ধর্মঘট করতে পারেন, আমাদের কিছু যায় আসে না। আমরা শপথ নিয়েছি, আমরা আমাদের দায়িত্ব পালন করব। অনেক বেয়াদবি করেছেন, আমরা সহ্য করেছি। ম্যানেজারের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। আদালতে গ্রিন লাইন পরিবহনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ। তিনি গ্রিন লাইন কোম্পানির পক্ষে ক্ষতিপূরণের অর্থ কমানো এবং কিস্তিতে পরিশোধের আবেদন দেন। এ সময় আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, আপরা এ যাবত কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। জবাবে ওজিউল্লাহ বলেন, চিকিৎসা বাবদ সাড়ে ৩ লাখ টাকা দেয়া হয়েছে। তখন আদালত বলেন, আপনারা ছেলেটার একটা ব্যবস্থা করতে পারতেন। সেটি না করে আপনারা আপিল বিভাগে গেছেন। সেখানে আবেদন নাকচ হয়েছে। আমরা এখন বিষয়টি শুনানি করতে বাধ্য। আদালত বলেন, যদি ২৫ লাখ টাকা চিকিৎসার জন্য এবং বাকি ২৫ লাখ তার জীবন নির্বাহের জন্য দিতেন, ভালো হতো। কিন্তু মানুষ হিসেবেও কিছু করেননি। আপনাদের আচরণ ছিল অশোভনীয়। পরে আদালত পা হারানো রাসেল সরকারকে প্রতিমাসে ৫ লাখ টাকা করে ৪৫ লাখ টাকা কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন গ্রিন লাইন বাস কোম্পানিকে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করে ১৫ তারিখ আদালতকে অবহিত করতে হবে। গতকাল রিটকারির পক্ষে শুনানি করেন খন্দকার সামসুল তহক রেজা। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

উল্লেখ্য, গত বছর ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস রাসেলকে চাপা দেয়। এতে তার একটি পা কেটে ফেলতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ