Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটারদের আরো সুযোগ-সুবিধা দেয়া হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ৩:১৪ পিএম

ক্রিকেটারদের আরো সুযোগ-সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, সব ধরনের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা অবসরের পরেও যাতে সুযোগ-সুবিধা পায় সে ব্যবস্থা করা হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামীতে যাতে খেলোয়াড়েরা সারাবছর খেলাধুলার সাথে থাকতে পারেন সেজন্য বিশেষ তহবিল করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ক্রিকেট খেলায় জয়ের ধারা ধরে রাখায় খেলোয়াড়দেরও প্রশংসা করেন। ক্রিকেটারদের জন্য আরো সুযোগ-সুবিধা দেয়াসহ অবসরের পরেও সব ধরনের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা যাতে সুবিধা পায় সে ব্যবস্থা করার নির্দেশনা দেন তিনি।

একনেক সভায় আজ ৬ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সন্ত্রাস মোকাবেলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।

একনেক সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাট সংস্কার, ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেই সাথে রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেক্ট্রনিক লোকোমিটিভ নব রূপায়ন প্রকল্পটিও উপস্থাপন করা হয়। এসময় সরকার প্রধান প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিতসহ নির্দিষ্ট সময় শেষ করার তাগিদ দেন।



 

Show all comments
  • রুবেল ২৫ জুন, ২০১৯, ৩:৫২ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী সুযোগসুবিধা ওদেরকে কে বাড়িয়ে দিন। এবং সরকারী কর্মকর্তাদেরও বাড়িয়ে দিন আর সাধারণ জনগণের উপর নির্যাতন জুলুম অত্যাচার ভ্যাট বাড়িয়ে দিন।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ