পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়া সদর-৬ শূন্য সংসদীয় আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। চুড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৩৪ ভোট।
অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৪১ ভোট । বাংলাদেশ কংগ্রেসের ড. মনসুর রহমান পেযেছেন ৪৫৬ ভোট, মুসলিম লীগের রফিকুল ইসলাম পেয়েছেন ৫৫৪ ভোট । এছাড়া স্বতন্ত্র প্রার্থী মিনহাজ্ব মন্ডল ২ হাজার ৯২০ ও সৈয়দ কবির আহম্মেদ মিঠু ৬৩০ ভোট পেয়েছেন । মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭০ জন ভোটার । শতকরা হিসেবে ভোট পড়েছে ৩৪ দশমিক ৫৫ শতাংশ । নির্বাচনে আওয়ামী লীগ ব্যতিত জাতীয় পার্টিসহ অন্য সকল প্রার্থীর জামানত বাতিল হয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিধি অনুসারে আসনটি শূন্য ঘোষিত হয়। এ আসনে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়ের মাধ্যমে বগুড়ায় বিএনপির ঘাঁটি অক্ষুন্ন থাকলো। নির্বাচনে জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জামানত বাতিল হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।