পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ওয়াইজঘাট এলাকায় নৌকা ডুবিতে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হচ্ছে নুসরাত (৫) ও তার ভাই মিসকাত (১২)। গতকাল শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ উদ্ধারকৃত লাশ দুইটির সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সদরঘাট নৌ-থানার ওসি মো. রেজাউল করিম ভূইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শামীম নামে একব্যাক্তি তার বোন জোসনা বেগম ও বোনের তিন সন্তান নুসরাত, মিসকাত ও ১ বছর বয়সী নুসাইবাসকে সাথে নিয়ে সদরঘাটের ওয়াইজঘাট এলাকা থেকে একটি খেয়া নৌকাযোগে যাচ্ছিলেন। এসময় লঞ্চের তীব্র ঢেউয়ের কারণে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশেপাশের নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে এসে শামীম, বোন জোসনা ও শিশু কন্যা নুসাইবাকে উদ্ধার করে। কিন্তু ইতিমধ্যেই শিশু নুসরাত ও মিসকাত নদীতে তলিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ-পরিচালক দেবাশিষ বর্মনের নেতৃত্বে একদল ডুবুরিদল, নৌ-পুলিশ ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে যৌথভাবে তাদের উদ্ধার অভিযানে নামে। অবশেষে নিখোঁজের ৫ঘন্টা পরে তাদের দুইজনের লাশ ওয়াইজঘাটের পাশে একটি পল্টুনের কাছ থেকে উদ্ধার করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই সাক্রাতুল ইসলাম জানান, নিহতদের পরিবারের অনুরোধে এবং তাদের কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশের শুধু সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।