Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইফা ডিজির পদত্যাগ দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৭ এএম

 ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ডিজি সামীম আফজলের পদত্যাগ দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিরা। গতকাল বৃহস্পতিবার বাদ আছর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরস্থ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় চত্বরে কর্মকর্তা-কর্মচারি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতিবাজ মহাপরিচালক সামীম আফজলের অপসারণ দাবি করেন।

তারা বলেন, অবিলম্বে দুর্নীতিবাজ সামীম আফজলের অপসারণ না করলে সরকারের ভাবমর্যাদা নষ্ট হবে এবং ইসলামিক ফাউন্ডেশনের অতীতের অর্জিত সুনাম ক্ষুণœ হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাবো বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনকে রক্ষার জন্য সামীম আফজলকে অপসারণ করে বিচারের মুখোমুখি করুন।

মাওলানা আবু তাহের তোরাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাচ্চু মোল্লা, শওকত আনোয়ার, জাহেদুল ইসলাম, বেলাল হোসেন, শামসুল হক, মণির হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ