Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনিবার থেকে ফের আন্দোলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

নতুন ছাত্র কল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) অপসারণ, বিতর্কিত প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, টার্ম পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, ছাত্রী হলের নাম পরিবর্তনসহ ১৬ দফা দাবিতে আন্দোলনে উত্তাল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। এসব দাবিতে গতকাল বুধবার রেজিস্ট্রার বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে ভবন অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। টানা ৫ম দিনের মত আন্দোলনে অংশ নিলেও ভিসি প্রফেসর সাইফুল ইসলামের সাক্ষাৎ পাননি তারা। বিকেল ৩টায় ৫ম দিনের আন্দোলন স্থগিত করা হলেও শনিবার থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১টায় বুয়েট শহীদ মিনারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ভিসি ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। এসময় আন্দোলনকারীদের হাতে ‘প্রশাসনের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘প্রহসনের প্রশাসন মানি না, মানি না’; ‘স্বৈরাচারী প্রশাসন মানি না, মানবো না’; ‘স্বৈরাচারের ঠিকানা, এই বিশ্ববিদ্যালয়ে হবে না’সহ বিভিন্ন প্লেকাট ফেস্টুন দেখা যায়। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে পলাশী সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের দাবি, বিভিন্ন দাবি দাওয়ায় ভিসির সঙ্গে সাক্ষাতের জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হন তারা। শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ার পর থেকে আর ক্যাম্পাসে আসেননি তিনি। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি বুয়েট শিক্ষক সমিতি ও অন্যান্য বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসিও সমর্থন দিয়েছে বলে দাবি তাদের।

আন্দোলনের মুখপাত্র বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল বিভাগ শেষ বর্ষের ছাত্র হাসান সরোয়ার সৈকত বলেন, শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তা যৌক্তিক বলেই শিক্ষকরা সংহতি প্রকাশ করছে। আমরা পাঁচদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। এ কারণে বাধ্য হয়ে বুধবার প্রশাসনিক ভবনে তালা লাগানো হয়। এসব দাবিতে এর আগে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও আমাদের শুধু আশ্বাস দেয়া হয়েছে। এবার দৃশ্যমান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

বুধবার বিকেল ৩টায় ৫ম দিনের মত আন্দোলন স্থগিত করা হলেও শনিবার থেকে ফের লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের মুখপাত্র হাসান সরোয়ার বলেন, আমরা পাঁচ দিন ধরে রাস্তায় আন্দোলন চালিয়ে গেলেও ভিসি স্যার কেন আমাদের এড়িয়ে চলছেন, আমরা বুঝতে পারছি না। শনিবার থেকে আমরা লাগাতার আন্দোলন শুরু করব। আমরা দাবি মানতে বাধ্য করব। ভিসি স্যার কেন বারবার শিক্ষার্থীদের বিরুদ্ধ গিয়ে দাঁড়াচ্ছেন এসব প্রশ্নের উত্তর মেলানোর জন্য হলেও শনিবার থেকে আমরা আবার রাজপথে থাকব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ