Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই তাসফিয়ার বাবার বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

কন্যা তাসফিয়া খুনের বিচার চাইতে গিয়ে আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ আমীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এই মামলা হয়। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিন ডবলমুরিং থানায় এ মামলা করেন।

থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, মামলায় আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনে অসৎ উদ্দেশ্যে তথ্য গোপন করে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। একইসাথে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতি না থাকা ছয় কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকা স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগও করা হয়েছে।

আসামি মোহাম্মদ আমিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বন্দর নগরীর ও আর নিজাম রোড এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি। গত ২২ মে দুদকের পক্ষ থেকে আমিনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়। সম্পদের হিসাব চেয়ে তার স্ত্রীকেও নোটিস দেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ২০ জুন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সম্পদ বিবরণী দাখিল করেন আমিন। সম্পদ বিবরণীতে নিজ নামে মোট এক কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৮৫ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে এক কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা মো. শরীফ উদ্দীন। এছাড়া ছয় কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্যও পেয়েছেন দুদক কর্মকর্তা।
গত বছরের ২ মে পতেঙ্গা সৈকতে তার কন্যা নগরীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মো. আমিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে মামলার ফাইনাল রিপোর্ট দেয় ডিবি। বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ