পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের বিভিন্নজেলায় গত মঙ্গলবার ৫ম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ রিপোর্ট :
খুলনা ব্যুরো জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৮১ হাজার ২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের মোস্তফা সরোয়ার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ২৫৯ ভোট।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম (টিয়াপাখি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিনা পারভীন রুমা (কলস) নিবাচিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনীত কাজল কৃষ্ণ দে পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভুইয়া তালা প্রতিকে পেয়েছেন ৮৭ হাজার ৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ জাহিদুল ইসলাম বই প্রতিকে পেয়েছেন ১১ হাজার ৩০৯ ভোট। অন্যদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা. নারগিস আক্তার কলস প্রতিকে পান ৬৭ হাজার ১৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পারভীন জাহান হাঁস প্রতিকে পেয়েছেন ৩৪ হাজার ৭১১ ভোট। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে অপর প্রার্থী সাহাবুদ্দিন হাওলাদার উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৫৯৯ ভোট। আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বাকি প্রার্থী মোসা. রোকসানা পারভীন প্রজাপতি প্রতিকে পেয়েছেন ১ হাজার ৪৯৯ ভোট এবং ফারজানা নাজনিন ফুটবল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৫০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাছিমা মুকাই আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৪৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ভূইয়া নৌকা প্রতিকে পেয়েছেন ২৫ হাজার ৭৯৩ ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ ফলাফল নিশ্চিত করেছে।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৩৯ ভোট পেয়ে মাহমুদুর রহমান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেত্রী রাণী কলস প্রতীকে ৪৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে গতকাল বুধবার দুপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলী তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে তাকে জয়ী করায় বিজয়নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক মো. রিয়াজ উদ্দিন ও তার প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান সিফাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. নাসরিন জাহান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৮১ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ভাই উপজেলা আওয়ামীলীগের সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীক ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হোসাইন মোশারেফ সাকু নৌকা প্রতীক ২১ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত (টিয়া পাখি প্রতীক) ৪৩ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী সাকিল আহম্মেদ নওরোজ চশমা প্রতীক ২২ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে নাসরিন জাহান (কলস প্রতীক) ৪২ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মাকসুদা আকতার বেবি ২২ হাজার ৩৮ ভোট পেয়েছেন।
আমতলী (বরগুনা) : বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার ২৭ হাজার ৮৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু (আনারস) পেয়েছেন ১০ হাজার ৯১৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক (তালা) ২১ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রেজাউল করিম বাবুল পাটোয়ারী (চশমা) পেয়েছেন ৬ হাজার ৬০১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিকা নাজনীন (কলস)১৪ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কামরুন্নাহার সাথী (ফুটবল) পেয়েছেন ১৪ হাজার ৪০৪ ভোট। উপজেলার ৩০টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবেই ৩টি পদে আ.লীগ দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে আ”লীগ মনোনিত প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু (নৌকা) ২৭ হাজার ৪৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ.লীগ বিদ্রোহী সতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩৬৩ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক ডা: সফিউল ইসলাম (চশমা) ২৯ হাজার ৯০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাপা মনোনীত আসাদুজ্জামান মনি (লাঙ্গল) পেয়েছেন ১৪ হাজার ১৪৬ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী উম্মে সালমা (হাঁস) ২৮ হাজার ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ”লীগ নেত্রী আল্পনা রানী গোস্বামী (ফুটবল) পেয়েছেন ১৮ হাজার ৬৮০ ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।