Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধীরে জেঁকে বসছে বর্ষার মৌসুমি বায়ু

কমছে খরতাপের দাপট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ধীরে ধীরে জেঁকে বসছে বর্ষার মৌসুমী বায়ু। এর ফলে ক্রমেই বাড়ছে মেঘ-বৃষ্টির কার্যকারিতা। কমে আসছে অসহনীয় খরতাপের দাপট। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।

এ সময় ঢাকায় ৩১ মিলিমিটার, টাঙ্গাইলে ৭৪, ফরিদপুরে ১৭, ময়মনসিংহে ২, রাঙ্গামাটিতে ১০, কুমিল্লায় ১৫, চাঁদপুরে ৮০, হাতিয়ায় ৬, সিলেটে ৮, রাজশাহীতে ২, বগুড়ায় ১২, তাড়াশে ৯১ (সর্বোচ্চ), রংপুরে ৩০, দিনাজপুরে ১১, তেঁতুলিয়ায় ৫, খুলনায় ১, বরিশালে ২৩, খেপুপাড়ায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
হিমেল দমকা হাওয়াসহ বর্ষণের শীতল পরশে সারাদেশে তাপদাহের তীব্রতা অনেকটা কমে আসে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও যশোরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.৮ এবং ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বর্ষার মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের কার্যকারিতা বেড়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ