পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নোয়াখালী জেলার হাতিয়ায় জাগলার চর এলাকায় পিস্তল গুলিসহ দুই জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রোববার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আবুল কাশেম ওরফে ইসমাইল (৪৫) ও আতিকুল ইসলাম ওরফে ইয়াকুব আলী লোকু (২৫)। সূত্র জানায়, ইলিশের মৌসুমে জেলেদের কাছ থেকে বিভিন্ন উপায়ে মুক্তিপণ আদায় এবং ডাকাতি করার উদ্দেশ্যে শোহরাব বাতেন বাহিনীর দুই সক্রিয় ডাকাত সদস্য অস্ত্র ও গোলাসহ মোটরসাইকেল যোগে জাগলার চরের উদ্দেশ্যে যাচ্ছে এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া থেকে লে. মাহমুদ সাব্বির এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তমুরুদ্দিন বাজার এলাকা থেকে ০১ টি পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা ও একটি মটর সাইকেলসহ আটক করে। উপকূলীয় অঞ্চলের জেলেদের নিরাপত্তায় নৌদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।