Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজাল ওষুধ তৈরি অনির্বাণ ফার্মাসিউটিক্যালকে ৩০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

 রাজধানীর জুরাইনে ভেজাল ওষুধ তৈরির দায়ে অনির্বাণ মেডিসিনিয়াল গ্রæপ অফ ইন্ডাস্ট্রি নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার র‌্যাব-১০ এর নের্তৃত্বে এ অভিযান চলে। অভিযানে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেওয়া হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মান নিয়ন্ত্রণ না করে এবং ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ওষুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শফিকুল ও আব্দুর রহমান নামে দু’জনকে তিন মাস এবং এনায়েত হোসেন, নাজমুল হোসেন, একরামুল কবির ও আরিফ হোসেন নামে চারজনকে এক মাস করে কারাদÐ দেওয়া হয়।

 

 



 

Show all comments
  • Sultan Mahmud ১৮ জুন, ২০১৯, ৯:৫৮ এএম says : 0
    RIGHT AIROKOM JORIMANA KORA HOK SOB SOMOY
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ