Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারখানার ভেতরেই পোশাক শ্রমিকরা নির্যাতনের শিকার

ব্রিটিশ জরিপের তথ্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ১২:০৮ এএম

যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা দাবি করেছে, বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে যৌন সহিংসতা, হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে। বাংলাদেশের দুইশো পোশাক কারখানার ওপর অ্যাকশন এইড ইউকে পরিচালিত সর্বশেষ জরিপে এই পর্যবেক্ষণ উঠে এসেছে। এ সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শ্রম সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে বিশ্বজুড়ে দরিদ্র নারীদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থাটি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক গণমাধ্যমকে বলেছেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধের চেষ্টা করছেন তারা। তিনি বলেন, যৌন হয়রানিসহ যে কোনও ধরনের সহিংসতা বন্ধে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

অ্যাকশন এইড ইউকে’র তত্ত্বাবধানে পোশাক শ্রমিকদের সহায়তায় প্রকল্প পরিচালিত হচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের প্রতি আচরণ খতিয়ে দেখার অংশ হিসেবে রাজধানী ঢাকার দুই’শটি পোশাক কারখানায় জরিপ চালায় সংস্থাটি। জরিপে দেখা গেছে, উৎপাদন লক্ষ্য পুরণ করতে না পারায় নিপীড়নের শিকার হতে হয় নারী শ্রমিকদের। জরিপে অংশ নেওয়া অনেকেই সহকর্মীকে কারাখানার ফ্লোরে যৌন হয়রানির শিকার হতে দেখেছেন। অনেকে আবার গর্ভবতী হওয়ার কারণে ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

ঢাকার একটি কারখানায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেছেন, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে তারা আমাদের শরীরের নানাস্থানে হাত দেয়, ধাক্কা দেয়। আরেক শ্রমিক বলেন, তারা প্রচুর গালাগালিও দেয়। আমরা ম্যানেজারের কাছে অভিযোগ করলেও তিনি এতে খুব বেশি গুরুত্ব দেন না। তার বদলে তিনি নিজেও গালি দেন আর ছাঁটাইয়ের হুমকি দেন। শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে আমরা সবাই কাজ চালিয়ে যেতে চাই। তারা যদি এসব বন্ধ করে তাহলে আমরা শান্তিতে কাজ করতে পারি।

অ্যাকশন এইড ইউকে-এর উপ-পরিচালক ফারাজ নাজির বলেন, বর্তমানে বিশ্বে কর্মক্ষেত্রে যৌন সহিংসতা ও হয়রানি রোধে আন্তর্জাতিক কোনও আইন নেই। তিনি বলেন, বিশ্বে যেখানে প্রতি তিন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে সেখানে এ ধরনের ঘটনা প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ পর্যাপ্ত নয়। বিভিন্ন দেশের সরকারের আইনি উদ্যোগের অভাবই বলে দিচ্ছে, আমরা নারীদের জন্য ঠিক কতোটা ন্যায়বিচার নিশ্চিত করছি।
জরিপের ফলাফল প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নে ব্রিটিশ সরকারের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছে অ্যাকশন এইড ইউকে। অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেছেন, অনেক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ভবনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ন্ত্রণের সময়। আমরা যে পোশাক পরছি তা তৈরির কাজে নিয়োজিত অনেক নারীর কাছেই লিঙ্গভিত্তিক সহিংসতা এখনও প্রাত্যহিক বাস্তবতা।

মৌখিক নির্যাতনকে যৌন হয়রানি হিসেবে আখ্যা করা উচিত হবে না দাবি করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বলেন, সারা বিশ্বেই নারীরা যৌন হয়রানির মতো গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সব জায়গাতেই আন্দোলন দিন দিন জোরদারও হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্মস্থলে যৌন হয়রানি নিয়ে একটি কনভেনশন গ্রহণ করতে যাচ্ছে যেখানে সুনির্দিষ্টভাবে হয়রানির ব্যাখ্যার প্রয়োজন আছে। এতে সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং প্রাসঙ্গিকতা থাকা অত্যন্ত জরুরি।

রুবানা হক আরও বলেন, হাইকোর্ট প্রতিটি শিল্প কারখানায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি রাখার নির্দেশনা দিয়েছে। আমরা হাইকোর্টের এই রায় বাস্তবায়নে কাজ করছি। আমরা তাদের বলছি ৫ সদস্যের এই কমিটিতে কারখানার ৩ জন এবং বাইরে থেকে ২ জন নারী সদস্য যারা যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলতে ঐক্যবদ্ধ, তারা এই কমিটিতে জায়গা পাবে। বিজিএমইএ সভাপতির দাবি, তারা যে কোন ধরনের হয়রানি বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ তারা নেবেন।

 



 

Show all comments
  • মাহমুদুল হাসান রাশদী ১৫ জুন, ২০১৯, ১:০৬ এএম says : 0
    সত্য কথা
    Total Reply(0) Reply
  • Shoul Riyan ১৫ জুন, ২০১৯, ১:০৮ এএম says : 0
    সমাধানের পথ খুঁজতে হবে
    Total Reply(0) Reply
  • MD A Sharif ১৫ জুন, ২০১৯, ১:০৯ এএম says : 0
    একেবারে ১০০% সঠিক।এসব বিষয় নিয়ে ছেলেরা প্রতিবাদ করলে তাদেরকে কাজ থেকে এক প্রকার জোর-জবরদস্তি করে বিভিন্ন ধারায় মামলা দিয়ে ছাটাই করা হয়।শুধু তাই নয় এসবের প্রতিবাদ বা নায্য কথা বলার কারনে বাংলাদেশের গার্মেন্টস শিল্প অঞ্চলগুলোতে একদমই ছেলে নিয়োগ দেওয়া হয়না। কতটা যে মানুষিক নির্যাতনে আছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এমনই এক অবস্থা মেয়েরা মেশিন চালাচেছ আর চোখের পানি ঠিক তার ওই মেশিনের উপর টপ টপ করে পড়ছে।
    Total Reply(0) Reply
  • Zahangir Alam ১৫ জুন, ২০১৯, ১:০৯ এএম says : 0
    গার্মেন্ট শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশী প্রাধান্য দেওয়া হয় মেয়েদের।কারন তাদেরকে দিয়ে সব ধরনের চাহিদাই পূর্ণ হয়।
    Total Reply(0) Reply
  • Zahangir Alam ১৫ জুন, ২০১৯, ১:১০ এএম says : 0
    আমি মনে করি সকল গার্মেন্ট শ্রমিকদের জন্য একটা সুনিদিষ্ট নীতি মালা প্রয়োজন।যাতে করে তারা সর্ব নিরাপত্তা নিশ্চিত হয়।এখানে গরীব শ্রমিকদের অভাব অনটনকে পুঁজি করে সারা রাত কাজ করতে বাধ্য করায়।যার ধরুন বিভিন্ন ধরনের নির্যাতনের স্বীকার হয়।তাই আমি মনে করি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল শ্রমিকদের জন্য বাধ্যতামুলক ডিউটি করতে হবে।এবং বাকি ৩ ঘন্টা ওভার টাইম।দেখবেন সব ধরনে অন্যায় অবিচার কমে আসছে।বিশেষ করে রাতের ডিউটি মানবিক দিক দিয়ে চিন্তা কেরলে এক ধরনের অন্যায়।যেখানে তারা তাদের স্বামী বাচ্চাদের নিয়ে সময় কাটানো প্রয়োজন সেখানেতো তারা সে কাজে ব্যায় করছে।তাহলে অন্যায় অপরাধ কমবে কিভাবে।সেই সাথে দেখবেন বিরহ বিচ্ছেদের পরিমানটা কমে আসবে।
    Total Reply(0) Reply
  • Md Rafiqul Islam ১৫ জুন, ২০১৯, ১:১০ এএম says : 0
    শুরুথেকে চলে আসছে।সমাধান নাই।যারা সমাধান করবে তারাই জরিত।
    Total Reply(0) Reply
  • Hasan Amir ১৫ জুন, ২০১৯, ৯:২৬ এএম says : 0
    যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা দাবি করেছে, বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে যৌন সহিংসতা, হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে। It's true
    Total Reply(0) Reply
  • MD Zakir Hossain ১৫ জুন, ২০১৯, ৯:৪৮ এএম says : 0
    যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা দাবি করেছে, বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে যৌন সহিংসতা, হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে - I don't belief it . Because I'm a worker of a big factory. I'm sure that factories are not 100% Compliance Factory . So I request withdraw this post , This post is shame for our worker's .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোশাক শ্রমিক

৩০ জানুয়ারি, ২০২২
৮ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ