Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাস্তা নির্মাণ পর্যালোচনায় সভা করেছে এলজিইডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এবং বিভিন্ন জনসভায় দেয়া প্রতিশ্রুতির ১৯টি রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণের ওপর হাইড্রোলজি মরফোলজিক্যাল পর্যালোচনা সভা করেছে এলজিইডি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডির প্রধান কার্যালয়ে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সিইজিআইএস’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. ওয়াজি উল্লাহ, প্রকল্প পরিচালক বিপুল চন্দ্র বনিক।

বি-বাড়িয়া ও সুনামগঞ্জ হাওর অঞ্চলের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ১৯টি রাস্তায় ব্রিজ/কালভার্ট নির্মাণের ওপর হাইড্রোলজি মরফোলজিক্যাল খসড়া রিপোর্টের পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ