পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দলের নেতারা। গতকাল গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ ঢাকার দলের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতৃবৃন্দ।
এদিকে কারামুক্তি দিসব উপলক্ষে বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করেছে। আজ বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে যুবলীগের আলোচনা সভা রয়েছে।
শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জোটের গুলশানস্থ কার্যালয়ে জোটের সভাপতি, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা রোজিনা, রোকেয়া প্রাচী, অরুনা বিশ্বাস, তানভিন সুইটি, দিনাত জাহান মুন্নি, চিত্রনায়িকা শাহনুর, কবি রবীন্দ্র গোপ, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কন্ঠশিল্পী এস.ডি রুবেল, জেনিফার ফেরদৌস, সাবরিন সাকা মীম, আব্দুল মতিন প্রধান, বৃষ্টি রানী সরকার, মোত্তাছিম বিল্লাহ, হাবিবুল্লাহ রিপন প্রমুখ।
সভাপতির ভাষণে সারাহ বেগম কবরী বলেন, জননেত্রী শেখ হাসিনার আলোতেই আমরা সবাই আলোকিত। শেখ হাসিনা হচ্ছেন আলোর বর্তীকা। বাঙালি জাতির যা কিছু অর্জন সব অর্জনই আওয়ামী লীগের অবদান। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।