Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

-আইএসপিআর | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রতি বছর ৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস সারা বিশ্বসহ বাংলাদেশে পালন করা হয়। এই বছর ১১ জুন এ.এফ. এম.সিতে এই বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হয়। দিনটি শুরু হয় একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজন এর মাধ্যমে। র‌্যালীটি এ.এফ.এম.সি এর সামনে থেকে পুরো চত্ত¡র ঘুরে আসে। র‌্যালী শেষে সেমিনার এর আয়োজন করা হয়। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে ডাবিøউ-এর ভূমিকা এবং তামাকের বিভিন্ন ক্ষতিকর প্রভাব ও এ থেকে বেড়িয়ে আসার উপায় তুলে ধরা হয়। সেমিনার শুরু হয় ধর্মীয় শিক্ষকের পবিত্র কোরআন তেলায়াত-তর্জমা এবং ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানের স্বাগত বক্তব্য দিয়ে। বেক্সিমকো ফার্মাসিউটিকাল্স লিমিটেড এর পৃষ্ঠপোষোকতায় আয়োজিত সেমিনার শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি মেজর জেনারেল মোঃ আজিজুল ইসলাম এবং চেয়ারপার্সন কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মুস্তাফিজুর রহমান ধুমপান বিষয়ে সচেতনা মুলক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথি, বক্তা এবং উপস্থাপকদের ক্রেস্ট প্রদান করা হয় এবং এ.এফ.এম.সি এর পক্ষ থেকে অতিথিদের বিশেষ উপহার প্রদান করা হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসপিআর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ