পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নাড়ির টানে অনেকেই প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে এসেছেন বাড়িতে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির পর আবারও ফিরে যেতে হচ্ছে নিজ কর্মস্থলে। কিন্তু কর্মস্থলে যেতেও চরম দুর্ভোগে পড়েছেন শত শত পেশাজীবী মানুষ। ঈদের ৬ষ্ঠ দিনে গতকাল মঙ্গলবার মীরসরাই বিভিন্ন বাসস্টপে দেখা যায় কর্মস্থলে পোঁছাতে দুর্ভোগে পড়েছেন মীরসরাই থেকে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
মস্তাননগর বাইপাসে দাঁড়িয়ে থাকা নাছির উদ্দিন বলেন, পরিবার নিয়ে দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে এরপর কোনভাবে ৬০ টাকার ভাড়া ১০০ টাকা জনপ্রতি দিয়ে লোকাল সার্ভিসে করে চট্টগ্রাম যেতে হয়েছে। দুরপাল্লার অনেক বাস তুলে নিতো আজ কেউ তাকাচ্ছেও না।
বড়তাকিয়া থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য লাভলী আক্তার নামে এক যাত্রী বলেন, ঘন্টা খানেক দাঁড়িয়ে থেকেও একটা বাস পায়নি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রচন্ড রোদের মধ্যে কষ্ট পোহাতে হচ্ছে।
আব্দুল আজিজ নামের আরেক যাত্রী বলেন, দুই একটা বাস আসলেও সেগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়। সে জন্য পরিবার নিয়ে প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে আছি। শত শত যাত্রী গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন। ঠিক একই চিত্র উপজেলার বারইয়াহাট, সোনাপাহাড়, মস্তাননগর, মিঠাছরা, মীরসরাই সদর, বড়তাকিয়া, হাদিফকিরহাট, নিজামপুর, বড়দারোগারহাটসহ সর্বত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।