Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ ঘণ্টায় সড়কে ঝরল ৮ প্রাণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৫ এএম

হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে আসার সময় সিএনজি চালিত অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস। এতে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী এমরান নিহত হন এবং অন্য ৩ যাত্রী আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। এছাড়া গত ১৬ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতা পাঠানো তথ্যে এ প্রতিবেদন :

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে পৃথক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪জন। বাস ও অটোরিক্সার সংঘর্ষে এমরান হোসেন (৩৪) নামে ব্যাংক কর্মকর্তা ও তার ভাগনি ফাতেমা আক্তার(১০) নিহত হয়। এতে আহত হয় অটোরিক্সার আরো দুই যাত্রী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের গাবতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান হোসেন হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের সর্দার বাড়ীর মো. তাজুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ভাগনি ফাতেমা আক্তার একই এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে। আহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রতন চন্দ্র শীল (৩০) ও মো. জুয়েল হোসেন (৩৫)। আহতদের মধ্যে রতনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অপর দুর্ঘটনায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় পথচারী গৃহবধূ নিহত হয়। আহত হয় দু’পথচারী। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ইট বোঝাই পিকআপের চাপায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী চেয়ারম্যান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু ঝরণা বেগম (৩৫) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পঞ্চায়েত বাড়ির প্রবাসী শাহ আলম মিজির স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

আহতরা হলেন, সদর উপজলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী জলিল বেপারী বাড়ির মমতাজ বেগম (৫০) ও ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা লোহাগর মুন্সি বাড়ির ফয়েজ মুন্সির মেয়ে ফারজানা আক্তার (১৭)। আহত মমতাজ বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফারজানা আক্তারকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় হেফজ্ পড়ূয়া এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। ঘটনা দুটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ও সোমবার রাতে পৌরসভার কলেজপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় ৬ পারা কোরআনের হাফেজ শাখাওয়াত হোসেনকে (১১) ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত শাখাওয়াত গফরগাঁও উপজেলার উথুুরী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে সোমবার রাত ৯ টায় ভালুকা ডিগ্রী কলেজের সামনে একই সড়কে মোটরসাইকেলে ইউটার্ণ করার সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহণের একটি যাত্রীবাহিবাস মিজানুর রহমান লাবু মিয়া (৪৮) নামে এক গার্মেন্ট ব্যাবসায়ীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজানুর রহমান লাবু মিয়া ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়া পাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় কাভাডভ্যান চাপায় মো. আরমান (১৬) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক নসিমন যাত্রী। গতকাল মঙ্গলবার তার লাশ দাফন করা হয়েছে।

এলাকা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ডের এস.কে এম জুট মিলস গেট এলাকা দিয়ে উল্টো পথে আসছিল একটি নসিমন গাড়ি। সময় ঢাকামুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাকে চাপা চলে গেলে গাড়িটি দুমড়ে মুচড়ে য্য়। এতে নসিমন চালক আরমান ও নসিমন যাত্রী মো. নিজাম উদ্দিন আহত হয়। এলাকাবাসী তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার সময় পথেই নসিমন চালকের মৃত্যু ঘটে।

দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজলোয় মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। গত সোমবার রাতে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজলোর ভাদুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ