Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মক্কা-মদিনায় বাড়ি ভাড়ার জন্য এজেন্সিগুলো ঘুরছে

আগামী ৪ জুলাই বিমানের প্রথম হজ ফ্লাইট

শামসুল ইসলাম, মক্কা আল-মোকাররমা থেকে | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ১২:১০ এএম, ১১ জুন, ২০১৯

মক্কা-মদিনায় বেসরকারি হজ এজেন্সিগুলো এখনো হাজীদের বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি। সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয় এখন পর্যন্ত মুয়াল্লেম অফিসের সার্ভার (ই-গেট) উন্মুক্ত করেনি। ফলে হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়ার চুক্তি করতে পারছে না।

হাজীদের খাবারের জন্য ক্যাটারিং কোম্পানির সাথেও চুক্তিবদ্ধ হতে পারছে না হজ এজেন্সিগুলো। মক্কার দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছে না এজেন্সিগুলো। সার্ভার না খোলায় মুয়াল্লেম অফিস বাড়ি ভাড়ার বারকোড ও মুনাজ্জেম কার্ড ইস্যু করতে পারছে না। মিনা-আরাফায় নির্ধারিত তাঁবুর বরাদ্দও পাচ্ছে না এজেন্সিগুলো। বাড়ি ভাড়ার কাগজপত্র হাতে না পাওয়ায় মক্কাস্থ হজ মিশনের কাউন্সেলর হজ মো. মাকসুদুর রহমান বাড়ির অনুমোদন দিতে পারছেন না। বেসরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়ার আনুষ্ঠানিকতা শুরু না হওয়ায় কাউন্সেলর হজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ আগামী ৪ জুলাই ৪১৯ জন সরকারি হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এর দুই দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনায় হাজী ক্যাম্পে হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

ধর্ম মন্ত্রণালয় বেসরকারি হজ এজেন্সিগুলোকে গত ১৫ রমজানের মধ্যে মক্কা-মদিনায় হাজীদের বাড়ি ভাড়া শেষ করার তাগিদ দিয়েছিল। এজেন্সিগুলো মদিনায় কিছু বাড়ি ভাড়া সম্পন্ন করেছে। মক্কায় বাড়ির মালিকদের সাথে মৌখিকভাবে ভাড়া করেছে। সউদী সরকারের ই-হজ সিস্টেমে বাড়ি ভাড়া কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও ধর্ম সচিব মো. আনিছুর রহমান মক্কায় ওআইসির সম্মেলনে যোগ দেন। ওই সময় সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ৩০ রমজানের মধ্যে বাংলাদেশি হাজীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে তাগিদ দেয়। ধর্ম প্রতিমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, এবারের হজ ব্যবস্থাপনার কার্যক্রম অতীতের চেয়ে ভালো হবেহ।

এদিকে, গত শনিবার সউদীর বাহা অঞ্চল থেকে হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ইনকিলাবকে বলেন, বেসরকারি বাংলাদেশি হাজীদের বাড়ি ভাড়া ১০০% সম্পন্ন করা হয়েছে। কাউন্সেলর হজ মাকসুদুর রহমান হাবের এ দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। কাউন্সেল হজ বলেন, হজ ফ্লাইট চালু হতে আর কিছু দিন বাকি।

তিনি বলেন, বেসরকারি হাজীদের বাড়ি ভাড়া আনুষ্ঠানিকভাবে শুরু না হওয়ায় শঙ্কায় রয়েছি। রুট টু মক্কা প্রকল্পের আওতায় এবার ইউনাইটেড কোম্পানি হাজীদের ব্যাগ ঢাকা থেকে গ্রহণ করে মক্কা-মদিনার নির্ধারিত হোটেল বা বাড়িতে পৌঁছে দেবে। হাজীরা হজ শেষে দেশে ফিরে ঢাকা বিমানবন্দরে ৫ লিটারের জমজম পানির ক্যান পাবেন।

হাজীদের জন্য উন্নতমানের বাড়ি ভাড়া এবং বাংলাদেশি খাবারের জন্য তিনটি ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। হজের সময়ে মিনা-আরাফা-মুজদালিফায় ২৬০০ হাজীর জন্য ৫৬৩ রিয়াল করে ট্রেনের টিকিট ক্রয় করা হয়েছে। মিনা-আরাফায় সব তাঁবুতে এসির ব্যবস্থা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গত রোববার মক্কায় একাধিক হজ এজেন্সির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দ্রুত বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হলে হজ ফ্লাইট খালি যাওয়ার আশঙ্কা রয়েছে। মক্কায় হজ মিশনে হাবের অস্থায়ী অফিসে প্রতিদিন বিভিন্ন হজ এজেন্সির মালিকরা হাবের কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে সরকারি ছয় হাজার ৮০০ হজযাত্রীর খাবারের ক্যাটারিং কোম্পানিসহ ১০টি বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মদিনায়ও তিনটি হোটেল ভাড়া করা হয়েছে। হজ মিশনের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
সউদী-বাংলাদেশ দ্বিপক্ষীয় হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। অন্যান্য বছরের মতো এবার জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশনে ৬ থেকে ৭ ঘণ্টার ভোগান্তি থাকবে না। জেদ্দার প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকা বিমানবন্দরেই সম্পন্ন করা হবে। এ ব্যাপারে যাবতীয় কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

চলতি বছর ৫৯৮টি হজ এজেন্সির মধ্যে এ পর্যন্ত ২০০ হজ এজেন্সি মক্কায় ভাড়াকৃত বাড়ি পরিদর্শনের জন্য ফরম নিলেও অনেক বাড়ির মালিক তাসরিয়া এখনো হাতে পাননি। এতে বাড়ি ভাড়া কার্যক্রম অহেতুক বিলম্ব হচ্ছে।
গত শনিবার পর্যন্ত মক্কায় বাংলাদেশ হজ মিশনে অবস্থানকৃত হাজীদের বাড়ি পরিদর্শন সংক্রান্ত তিন সদস্য বিশিষ্ট কমিটি ১৭টি হজ এজেন্সির বাড়ি পরিদর্শন করেছে। এর মধ্যে সায়েম ট্রাভেলসের মালিক সাজুর মক্কার পাহাড়ের ওপর দুইটি বাড়ি বাতিল করা হয়েছে। বায়তুল্লাহ শরীফ থেকে প্রায় চার হাজার মিটার দূরে আজিজিয়ায় বাড়ি ভাড়া করায় ইউনাইটেড এয়ারের ভাড়াকৃত বাড়ি হাজীদের জন্য উপযুক্ত নয় বলে হজ মিশনে কাউন্সেলর হজ মাকসুদুর রহমানের কাছে রিপোর্ট জমা দেয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের গঠিত হাজীদের বাড়ি ভাড়া পরিদর্শন কমিটির প্রধান সিনিয়র সহকারি সচিব শিব্বির আহমেদ ওছমানী এসব তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়ি ভাড়ার কাগজপত্র পেলে দ্রুত সময়ের মধ্যে সব বাড়ি পরিদর্শন করে রিপোর্ট দেয়া হবে।



 

Show all comments
  • Abu Bakkar ১১ জুন, ২০১৯, ৩:৫৭ এএম says : 0
    মক্কা মদিনা দখল মুক্ত চাই
    Total Reply(0) Reply
  • মুক্ত স্বপ্নের রাজকুমার ১১ জুন, ২০১৯, ৩:৫৭ এএম says : 0
    Carry on
    Total Reply(0) Reply
  • Bayes Khan ১১ জুন, ২০১৯, ৩:৫৮ এএম says : 0
    ফি আমানিল্লাহ।
    Total Reply(0) Reply
  • মোনায়েম খান ১১ জুন, ২০১৯, ৩:৫৯ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, দিন দিন হাজীদের সংখ্যা বাড়ছে,..
    Total Reply(0) Reply
  • বিপ্লব হোসেন ১১ জুন, ২০১৯, ৪:০০ এএম says : 0
    এজেন্সিগুলো যাতে কোনোভাবে প্রতারণা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে
    Total Reply(0) Reply
  • বিপ্লব হোসেন ১১ জুন, ২০১৯, ৪:০০ এএম says : 0
    এজেন্সিগুলো যাতে কোনোভাবে প্রতারণা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে
    Total Reply(0) Reply
  • বিপ্লব হোসেন ১১ জুন, ২০১৯, ৪:০০ এএম says : 0
    এজেন্সিগুলো যাতে কোনোভাবে প্রতারণা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে
    Total Reply(0) Reply
  • Motiul ১৬ জুন, ২০১৯, ১১:২৮ পিএম says : 0
    আল্লাহ সহজ করে দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ