Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গ্যাসের দাম বাড়বে

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বললেন, মিটার হবে প্রি-পেইড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আবারো গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির কারণে এরই মধ্যে ১৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আরো ১৪ হাজার কোটি টাকার মতো প্রয়োজন হবে। এ অবস্থায় গ্যাসের দাম সমন্বয় করতে না পারলে ভর্তুকি আরো বাড়বে।

গতকাল রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গ্যাস সরবরাহ লাইনের সব পুরনো লাইন তুলে নতুন লাইন বসানো এবং সব মিটার প্রি-পেইড করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাবও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির কাছে দেয়া হয়েছে। বাসাবাড়ি ও আবাসিক ক্ষেত্রে গ্যাস ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা একটা বড় প্রকল্প নিচ্ছি ঢাকা শহরসহ সব জায়গায় পুরনো গ্যাস লাইন উঠিয়ে নতুন লাইন করব, সেখানে প্রি-পেইড মিটার বসাব। দুই লাখ গ্যাসের মিটার সংযোগ গেছে। আমরা আবেদন করেছি জাইকাকে সহযোগিতা করার জন্য, প্রি-পেইড গ্যাস মিটার বাসাবাড়িতে ব্যাপকভাবে একশ’ পার্সেন্ট দেয়া যায় কি না, সেটার ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি। এক প্রশ্নে প্রতিমন্ত্রী গ্যাসের সব মিটার দ্রুতই প্রি-পেইড করার ব্যাপারে আশা প্রকাশ করেন। গত বছর তোড়জোড় শুরু করেও ডিসেম্বরে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্যাসের দাম বাড়ানোর পথ থেকে সরে আসছিল সরকার।

তবে একাদশ সংসদের ভোটের পর বিভিন্ন বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসি গণশুনানি করে, যার সবগুলোতেই দাম বাড়ানোর বিরোধিতা আসে। বিষয়টি আদালতেও গড়ায়। প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম সমন্বয় করা দরকার, আমি বারবার বলে আসছি। বার্ককে (বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের ওপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কি না? প্রাইস সমন্বয়ের জন্য আমরা গত বছর থেকে অপেক্ষায় আছি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, শিল্প ও গৃহস্থালি উভয় ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয় দিয়েছে। সব জায়গায় কিছুটা সমন্বয়ের জন্য বলেছি। আমরা গত বছরের আগস্ট মাস থেকে এলএনজি আমদানি শুরু করেছি। ১০০ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট), ২০০ এমএমসিএফ, ধারাবাহিকভাবে বৃদ্ধি করেছি। এই গ্যাসের মূল্য আমাদের নিজস্ব গ্যাসের চেয়ে অনেক বেশি। সরকার নিজস্ব গ্যাসের ওপর প্রচুর পরিমাণ সাবসিডি (ভর্তুকি) দেয়। গ্যাসে বছরে ছয় হাজার কোটি টাকার মতো সাবসিডি দেয়া হয়।

তিনি বলেন, গ্যাসে আমরা ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি। এখন সামনে আরো ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সেই টাকা আসছে না। সুতরাং যদি সমন্বয় না করা হয়, সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে। বার্ক সরকারের চাহিদামতো দাম সমন্বয় করলেও ভর্তুকি দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সমন্বয় না করলে সরকারকে চলতি অর্থবছরে পাঁচ-ছয় হাজার কোটি টাকা দিতে হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা টার্গেট অনুযায়ী এগোচ্ছি। কারণ, টার্গেট থেকে আমরা অতিরিক্তই থাকব এবারো বিদ্যুতে। আমাদের টার্গেট হলো ’২১ সাল ধরে, তারপর ’৩০ সাল। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২০৪১ সালের প্ল্যানটা আমরা করে ফেলেছি। ভবিষ্যতের জন্য মাতারবাড়িতে ল্যান্ড-বেইজ টার্মিনাল এবং ল্যান্ড-বেইজ এলপিজি টার্মিনাল- দু’টি পোর্ট হলে গ্যাসের ক্ষেত্রে দাম অনেক সাশ্রয়ী হবে। এলপিজিও সাশ্রয়ী মূল্যে আমরা বাজারে দিতে পারব। এটা করতে সময় লাগবে। ৪-৫ বছর লাগবে এ ধরনের ডিপ সি টার্মিনাল করতে।

তিনি বলেন, কোল টার্মিনাল করতে বেসরকারিভাবে জাপানের কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছে। আমরা মাতারবাড়িতে একটি কোল টার্মিনাল করতে চাই। কয়লা এনে ওখানে রাখা হবে, ওখান থেকে বিভিন্ন জায়গায় যাবে। এটা নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছে। মাতারবাড়িতে এক্সটেনশন প্রজেক্ট করার জন্য জাপান আরো দুই বিলিয়ন ডলার দেবে।



 

Show all comments
  • Mohammed Jassim Sheikh ১০ জুন, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    গ্যাসের দাম না বাড়ানো জন্য অনুরোধ করছি
    Total Reply(0) Reply
  • Mohammed Jassim Sheikh ১০ জুন, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    গ্যাসের দাম না বাড়ানো জন্য অনুরোধ করছি
    Total Reply(0) Reply
  • Mohammed Jassim Sheikh ১০ জুন, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    গ্যাসের দাম না বাড়ানো জন্য অনুরোধ করছি
    Total Reply(0) Reply
  • Nasid Sohel ১০ জুন, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    আগে জনগণের মতামত নিন, তার পর সিদ্ধান্ত নিন, ভোট নিন পক্ষে বিপক্ষে। গণতান্ত্রিক দেশ জগনের মতামতই বেশ। গ্যাসের মূল্য বৃদ্ধি কেনো হবে? আপনার সিদ্ধান্তই কি যথেষ্ট হবে? তেল গ্যাস যে কোনো একটির দাম বৃদ্ধিপেলে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পায়, জনগণ বোকা নয়। কোথায় নিয়ে যাবেন দেশ, একবার ভাবতে চেষ্টা করুন ফলাফল হবে বেশ।
    Total Reply(0) Reply
  • Saifuddin Lenin ১০ জুন, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    দাম না বাড়িয়ে চুরি বন্ধ করা হোক। দাম বাড়ানো অন্যায়, জুলুম।
    Total Reply(0) Reply
  • S M Arif Alam ১০ জুন, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    "Govt. should not increase the rate of gas right now!"
    Total Reply(0) Reply
  • S M Arif Alam ১০ জুন, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    "Govt. should not increase the rate of gas right now!"
    Total Reply(0) Reply
  • Ashit Baran Nag ১০ জুন, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    গরীব মরবে। গ্যাসের দাম না বাড়ানোই শ্রেয়। নতুন কোন সংযোগও দেয়া হচ্ছে না। নতুন বাসা বাড়ীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। দূঃখজনক।
    Total Reply(0) Reply
  • Ashit Baran Nag ১০ জুন, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    গরীব মরবে। গ্যাসের দাম না বাড়ানোই শ্রেয়। নতুন কোন সংযোগও দেয়া হচ্ছে না। নতুন বাসা বাড়ীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। দূঃখজনক।
    Total Reply(0) Reply
  • Nath Mowsomi ১০ জুন, ২০১৯, ১২:৪৭ এএম says : 0
    দয়া করে বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ দিন।নাহয় পুরাতন সংযোগগুলো তুলে নিন।কারণ যাদের পুরাতন সংযোগ আছে তারা খাইব আর আমরা চাইমো এটা ঠিক না।
    Total Reply(0) Reply
  • MD Ruvel Khin Ruvel ১০ জুন, ২০১৯, ১২:৪৭ এএম says : 0
    গ্যাসের দাম বাড়লে সব জিনিষের দাম অটমেটিক বেড়ে যাবে আর প্রিপেইড মিটার হলে চোরি করা হবে বেশি তাই এসব দাম না বাড়িয়ে যেমন আছে তেমনি থাক না হয় জনগন কে বিশ খাইয়ে মেরে পেলেন ?
    Total Reply(0) Reply
  • Hossni Mubarak ১০ জুন, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    গ্যাস হলো দেশের জাতীয় সমপদ,তার দাম বারবার বারিয়ে,তার টাকা লুটেপুটে খাওয়া হচছে আরকি
    Total Reply(0) Reply
  • Mohmad Lammim ১০ জুন, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    সরকারি লোকের বেতন ভাতা কমান জনগন খুসি হবে
    Total Reply(0) Reply
  • Md Hanif ১০ জুন, ২০১৯, ১২:৪৮ এএম says : 0
    ঈদ শেস টাকাও শেস,তাই মানুষের গলায় ছুরি ধরে টাকা কামানোর জন্য গ্যাসের দাম বারানোর ফন্দি
    Total Reply(0) Reply
  • Alamgir Hussain Alam ১০ জুন, ২০১৯, ১২:৪৯ এএম says : 0
    আপনারাতো খুবই আরামে আছন।জারা হাজার হাজার টাকা চুরি করেছে তারা খুব শান্তিতে আছে।আবার নতুন করে চুরির পথ বাহির কর।তুমরার সবগুলার মরনের সময় কি অবস্তা হয় আল্লাহপাক ভাল জানেন।দুনিয়ায় মানুষের রক্ত চুষে খা আর এই রক্তের বদলা মরনের সময় থেকে দিতে থাকবে।অর্থাৎ মৃত্যুর সময় থেকেই শুরু হবে আজাব আর আজাব।
    Total Reply(0) Reply
  • T. M. Abul Bashar ১০ জুন, ২০১৯, ২:১৯ পিএম says : 0
    দাম না বাড়িয়ে চুরি বন্ধ করা হোক। দাম বাড়ানো জুলুম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ