Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে মোটরসাইকেল আরোহী নিহত আহত ২

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রাজবাড়ী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ইমরুল মোল্লা(২২) নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত মোটরসাইকেল চালক শুভ পাটোয়ারী (২০) ও আরোহী জাফর গাজী (২২) গুরুত্বর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত ইমরুল মোল্লার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফ্লিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যানবাহনের টায়ার মেরামত মিস্ত্রী শুকুর মোল্লার ছেলে।

জানা গেছে, রোববার বেলা ১টার দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে বেড়িয়ে পড়লে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনা স্থল থেকে তিনজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ইমরুলের শারিরীক অবস্থার অবনতি দেখা গেলে ঢাকায় পাঠানো জন্য প্রস্ততি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে ইমরুল মোল্লার মারা যায়। ইমরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত অবস্থায় চালকসহ দুই আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী ইমরুল মোল্লা মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ