Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমে উঠছে আমের বাজার

ঈদের আমেজ কাটেনি

রেজাউল করিম রাজু | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঈদের ছুটির পর গতকাল ঈদ শুভেচ্ছা বিনিময় করে বেশির ভাগ সময় পার করেছেন কর্মকর্তা কর্মচারিরা। অফিসে লোকজন তেমন না আসায় কাজের চাপও ছিল কম। আলোচনায় ছিল ঈদ কেমন কাটল। বেশি ছিল ঈদের দিন ঘোষনা নিয়ে বিড়ন্বনার কথা তুলে ধরে তর্ক বিতর্ক। ভোররাতে ভারি বর্ষন আর ঈদের জামাত নিয়ে কথাবার্তা বলে সময় চলে যায়। অনেকে এখনো আসেননি কর্মস্থলে। অফিস কর্মিরা জানালেন পুরোপুরি অফিস জমতে আগামী রোববার পর্যন্ত লেগে যাবে। আদালত পাড়ায় ছিলনা তেমন ভিড়। তবে ব্যাংক গুলোয় ব্যস্ততা ছিল।

শিক্ষানগরী এখনো ফাঁকা। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সপ্তাহ খানেক পর থেকে সব আসা শুরু করবে। নগরীর মেস ছাত্রাবাসগুলো খা খা করছে। নগরীর বাইরে থেকে লাখ দেড়েক শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে। তাদের হৈ হুল্লোরে মুখরিত থাকে নগরী। বিনোদন স্পট আর ফাষ্টফুডের দোকান গুলো তারাই জমিয়ে রাখে।

নগরীর বড় বড় মার্কেটগুলো প্রায় বন্ধ। কেউ কেউ দোকান খুললেও ক্রেতার অভাবে দুপুর পর্যন্ত অপেক্ষা করে ঘরে ফিরে যায়। এসব মানুষ সময় পার করছে বিশ্বকাপ ক্রিকেট দেখে। রাস্তাঘাটে নেই চিরচেনা যানজট। রিকশা অটোরিকশার সংখ্যাও কম। যাত্রী সংকট বলে ভাড়ায় চালিত অটোরিকশা বের হচ্ছে কম। কারন মহাজনের জমার টাকা ওঠেনা। যাদের নিজস্ব অটো আছে তারাই বের করছে। অনেক অটোচালক গ্রামের বাড়ি ফিরেছে। তারা নেই বলে অটোগুলো গ্যারেজ বন্দী। সারাবছর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে তারাও ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ ঘরে ফিরেছে। ঈদের পর সপ্তাহ খানেক বাজারহাট জমেনা। ক্রেতারাও থাকেনা। তাই ক’টা দিন পার করে কর্মস্থলে ফিরবে। বড় বড় রেঁস্তরা আর ফাষ্টফুডের দোকানগুলোয় চলছে সাফ সুতরের কাজ। ওদের কাস্টমারও শিক্ষার্থীরা। বেকারিগুলো প্রায় বন্ধ। কর্মীরা ছুটিতে বাড়ি গেছে। ওরা নেই রুটি বিস্কুট ফ্যাক্টরি বন্ধ। প্যাকেট পণ্য দিয়ে ব্যবসা করছে।

এখন আমের মওসুম। বাজারে আসতে শুরু করেছে রসালো শাঁসালো মধুফল। আম বাজারে ক্রেতা বাড়ছে। যারা রাজশাহী থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরছেন তারা যাবার সময় দু’এক ঝুড়ি আম লিচু নিয়ে যাচ্ছেন।

রেলস্টেশন আর বাস টার্মিনাল পর্যবেক্ষন করে দেখা যায় যাত্রীদের ব্যাগের সাথে রয়েছে আম লিচুর ঝুড়ি। একাধিক ঝুড়ি নিয়ে বাসের হেলপার সুপারভাইজারদের সাথে কারো কারো তর্ক বিতর্কের ঘটনাও ঘটছে। এজন্য বাড়তি টাকা দাবি করা হচ্ছে।

ঈদের কারনে ক’দিন আগ থেকে ট্রাক আর কার্গোভ্যান চলাচল বন্ধ ছিল। এখন ফের চালু হয়েছে। কুরিয়ার সার্ভিসগুলোর সামনে আমের ঝুড়ির স্তুপ। আর ক’টা দিনের মধ্যে পুরো জমে উঠবে আমের বাজার। এখন বাজারে বনেদি জাতের আম ক্ষিরসা পাতির কদর বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ