পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল আমেরিকা। দীর্ঘ আলোচনার পরে অবশেষে ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রিতে সম্মত হল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, নয়াদিল্লিকে ইন্টিগ্রেটেড এয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রিরও প্রস্তাব দিয়েছে পেন্টাগন। এগুলি হাতে এলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
গত ১ ফেব্রুয়ারি পুলওয়ামা সন্ত্রাসবাদী হানায় ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হন। যার পরিপ্রেক্ষিতে ভারতকে সেরা সেরা প্রতিরক্ষা প্রযুক্তি সহায়তা করতে প্রস্তুত আমেরিকা। হোয়াইট হাউজের শীর্ষ এক কর্মকর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে আমেরিকা। আমরা ভারতকে ইন্টিগ্রেটেড এয়ার ও মিসাইল ডিফেন্স প্রযুক্তি কেনারও প্রস্তাব দিয়েছি।’ তবে কবে ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রি করা হবে সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। ২০১৭ সালে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে ভারতকে নজরদারী ড্রোন বিক্রি করতে সম্মত হয় আমেরিকা।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেয়ার পর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সাক্ষর করেছে ভারত। ইসরাইলের কাছ থেকে মোট ১০০ স্পাইস বোমা কিনছে তারা। এর জন্য খরচ হবে ৩০০ কোটি টাকা।
উল্লেখ্য, বালাকোটে জঙ্গি ডেরায় বায়ুসেনার অভিযানে ব্যবহার করা হয়েছিল স্পাইস-২০০০ বোমা। নতুন ১০০ স্পাইস বোমা স্পাইস ২০০০ বোমার উন্নত সংস্করণ। গোপন বাঙ্কার ও বড় কোনও ভবনে আকাশ পথে হামলার জন্য এই বোমা খুবই কার্যকর। আগামী তিন মাসের মধ্যে ওইসব বোমা ভারতে এসে যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।