Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মস্থলমুখী জনস্রোতে ঠাসা দক্ষিণের সব নদীবন্দর

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৩ এএম

দক্ষিণাঞ্চল থেকে ঈদ পরবর্তী কর্মস্থলমুখী জনস্্েরাত শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে সড়ক ও নৌপথে ঝুঁকি বাড়ছে। গত দুদিন বরিশাল নদী বন্দরসহ দক্ষিণাঞ্চলের প্রতিটি নদী বন্দর ও লঞ্চঘাটগুলোতে উপচেপড়া ভিড়।
দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নদী বন্দর থেকেই প্রতিদিন গড়ে ১৫টি বেসরকারি নৌযান ছাড়াও ২টি করে ক্যাটামেরন ও বিআইডবিøউটিসি’র দুটি স্টিমার যাত্রী পরিবহন করছে। এরপরেও জনস্রোত সামাল দেয়া দুরূহ হয়ে পড়েছে। এত বিপুল সংখ্যক নৌযান চলাচল করার পরেও কোথাও একটি কেবিনের টিকেট নেই। সড়ক পথেও সব বাসটিকেট অনেক আগেই বিক্রি শেষ। এবার ঈদের আগে-পরে রাজধানী ঢাকা ছাড়াও চাঁদপুর ও ল²ীপুর হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অন্তত দশ লাখ যাত্রী চলাচল করবে। আগামী শনিবার পর্যন্ত ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রীর ভিড় অব্যাহত থাকবে। তবে এ অবস্থাতেও বিআইডবিøউটিসি রোববারের পরে আর কোন বিশেষ স্টিমার সার্ভিস পরিচালনা করছে না। এমনকি এবারই সংস্থাটি বরিশাল-ল²ীপুর রুটে কোন সী-ট্রাক পরিচালনা করছে না।

এ অবস্থাতেই শনিবার দিনের বিভিন্ন সময়ে ঘনকালো মেঘের গর্জনের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে কর্মস্থলমুখী নৌ-যাত্রীদের মধ্যে দুঃশ্চিন্তা বেড়েছে। দক্ষিণাঞ্চলের সব নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। বিআইডবিøউটিএ এবং পুলিশ-প্রশাসন নৌযানগুলোতে ওভারলোডিং বন্ধে তৎপর থাকলেও জনস্রোতের কাছে অনেক সময়ই অসহায় হয়ে পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ